بِسْمِ اللہ Ki Barkatein

Book Name:بِسْمِ اللہ Ki Barkatein

পকেটে রেখে দিলো আর মাছটি রান্না করে বাবার সামনে পেশ করলো খাওয়ার পর যখন রাজদরবারে যাওয়ার সময় হলো, তখন বাবা মেয়ের কাছে আংটিটি চাইলো সে নওমুসলিম মেয়েটি  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  পড়ে পকেট থেকে তা বের করে দিলো বাবা এটা দেখে আশ্চর্য হতভম্ব হয়ে গেলো আর এভাবে بِسْمِ اللهِ শরীফের প্রতি ভালবাসা পোষণকারীকে আল্লাহ পাক হত্যা থেকে রক্ষা করলেন

(ফয়যানে সুন্নাত, পৃষ্ঠা ৮৫-৮৬)

     سُبْحٰنَ الله! আপনারা দেখলেন তো, কালো বিড়াল বা অন্য কোনো ভুল ধারণা কী বাধা দেবে? মেয়েটির বাবা শতচেষ্টা করেও তার কোনো ক্ষতি করতে পারে নি আর بِسْمِ اللهِ এর বরকতে মেয়েটি তার কাজে (অর্থাৎ আংটির সংরক্ষণ) সফল হলো এবং হত্যা থেকে রক্ষা পেলো আল্লাহ পাকে নামে সত্যিই বরকত রয়েছে, আসুন আমরা কুসংস্কার ত্যাগ করি এবং بِسْمِ اللهِ পড়ার অভ্যাস গড়ে তুলি, ইয়াকীন দৃঢ় হলে اِنْ شَآءَ الله বরকত অর্জিত হবে

পানাহারের আগে بِسْمِ اللهِ পড়ুন!

    পানাহারের আগে بِسْمِ اللهِ পড়া সুন্নাত হযরত সায়্যিদুনা হুযাইফা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন; প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: যে খাবারের শুরুতে بِسْمِ اللهِ পাঠ করা হয় না, খাবার শয়তানের জন্য হালাল হয়ে যায় (অর্থাৎ بِسْمِ اللهِ না পড়ার কারণে শয়তান খাবারে অংশগ্রহণ করে (সহীহ মুসলিম, ৮০২ পৃষ্ঠা, হাদীস নং - ২০১৭) খাওয়ার আগে بِسْمِ اللهِ না পড়াতে খাবারে বরকতশূন্যতা দেখা দেয় হযরত সায়্যিদুনা আবু আইয়ুব আনসারী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমরা প্রিয়নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর খিদমতে হাজির হলাম, খাবার আনা হলো, শুরুতে এমন বরকত আমরা কোনো খাবারে দেখি নি কিন্তু শেষের দিকে খুব বরকতশূন্যতা দেখলাম আমরা আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমন কেন হলো? ইরশাদ করলেন: আমরা সকলে খাওয়ার শুরুতে بِسْمِ اللهِ  পাঠ করেছিলাম তারপর এক ব্যক্তি بِسْمِ اللهِ পাঠ করা ছাড়া খাওয়ার জন্য বসে গেলো আর তার সাথে শয়তান খাবার খেয়ে ফেলেছে

(শরহুস সুন্নাহ, ৬ষ্ঠ খণ্ড, ৪৮০ পৃষ্ঠা, হাদীস নং ২৮২৪)