بِسْمِ اللہ Ki Barkatein

Book Name:بِسْمِ اللہ Ki Barkatein

الرَّحِیْمِ  লিখুন কিন্তু বেআদবির আশঙ্কা আছে এমন স্থানে কখনো লিখবেন না দেওয়ালেও পবিত্র আয়াত বা বাক্য লিখবেন না একবার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক জায়গা দিয়ে তাশরীফ নিয়ে যাচ্ছিলেন, তাতে মাটিতে بِسْمِ اللهِ  লেখা ছিলো তিনি তা দেখে ইরশাদ করলেন: এরূপ যে করেছে তার উপর অভিশাপ পড়ুক! بِسْمِ اللهِ কে তার উপযুক্ত জায়গায় রাখো

(তাফসীরে দুররে মনসুর, প্রথম পারা, সুরা ফাতিহা খণ্ড: পৃষ্ঠা ২৯)

    হে আশিকানে রাসুল! আসুন بِسْمِ اللهِ শরীফ সম্পর্কে কিছু আহকাম এবং কিছু উপকারী ওয়াযীফা শুনি

 

بِسْمِ اللهِ শরীফের বরকতসমূহ

    (১) হযরত সায়্যিদুনা শায়খ আবুল আব্বাস আহমদ বিন আলী বুনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে ব্যক্তি নিয়মিত ভাবে ৭ দিন পর্যন্ত   بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  ৭৮৬ বার (শুরু ও শেষে ১বার করে দরূদে পাক) পাঠ করবে اِنْ شَآءَ الله তার প্রত্যেক উদ্দেশ্য পূরণ হবে। এখন উদ্দেশ্য কোনো মঙ্গল লাভের জন্য হোক বা কোনো অমঙ্গল দূর হওয়ার জন্য কিংবা ব্যবসা ঠিকভাবে চলার জন্য হোক। (শামসুল মাআরিফ, অনুদিত, ৭৪ পৃষ্ঠা) (২) যে ব্যক্তি শোয়ার সময়  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  ২১ বার (শুরু ও শেষে একবার দরূদ শরীফ) পাঠ করে اِنْ شَآءَ الله  ঐ রাতে শয়তানের অনিষ্ট, চুরি, হঠাৎ মৃত্যু ও প্রত্যেক প্রকারের বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। (৩) যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার সময় সূর্যের দিকে মুখ করে ৩০০ বার  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  ও  ৩০০ বার  দরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিযিক দান করবেন, যা তার কল্পনার বাইরে এবং (প্রতিদিন পাঠ করলে) এক বছরের মধ্যে সম্পদশালী ও ধনাঢ্য হয়ে যাবে। (৪) দূর্বল মেধার ব্যক্তি যদি  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  ৭৮৬ বার (শুরু ও শেষে ১ বার দরুদ শরীফ সহ) পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এ পানি পান করে, তাহলে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং যা শুনবে তা স্মরণে থাকবে। (৫) যদি অনাবৃষ্টির সময়  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  ৬১ বার (শুরু ও শেষে ১ বার দরূদ শরীফ সহ) পাঠ করে তারপর দোয়া করে তাহলে বৃষ্টিপাত হবে। (প্রাগুক্ত, ৭৪ পৃষ্ঠা) (৬)  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  কাগজে ৩৫ বার লিখে (আগে ও পরে ১