Book Name:بِسْمِ اللہ Ki Barkatein
উম্মুল মুমিনীন হযরত সায়্যিদাতুনা আয়েশা সিদ্দীকা বলেন, প্রিয় রাসুল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যখন কেউ খাবার খায় তখন (যেনো) আল্লাহ পাকের নাম নেয়। অর্থাৎ بِسْمِ اللهِ পাঠ করে। আর যদি শুরুতে بِسْمِ اللهِ পড়তে ভুলে যায় তাহলে যেনো এভাবে বলে: بسْمِ اللَّهِ أَوَلَه وَأُخِرَه (আবু দাউদ শরীফ, ৩৯৬ পৃষ্ঠা, হাদীস নং- ৩৭৬৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! সবসময় খাবার খাওয়ার আগে بِسْمِ اللهِ পড়ে নেবেন। যে ব্যক্তি খাবার খাওয়ার আগে بِسْمِ اللهِ পড়ে না তার খাবারে কারিন নামক শয়তান অংশগ্রহণ করে।
ওযুর আগে بِسْمِ اللهِ পড়ুন!
হযরত সায়্যিদুনা আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “হে আবু হুরাইরা, যখন ওযু কর তখন بِسْمِ اللهِ পড়ে নিয়ো, যতক্ষণ পর্যন্ত তোমার ওযূ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ফিরিশতাগণ (অর্থাৎ কিরামান কাতিবীন) তোমার জন্য নেকীসমূহ লিখতে থাকবেন। (মু'জামে সগীর লিত তাবারানী, ১৬৮ পৃষ্ঠা, হাদীস নং-১৮৬)
তাফসীরে নঈমী গ্রন্থে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি কোনো জন্তুর উপর আরোহণ করার সময় بِسْمِ اللهِ পড়বে তাহলে ঐ জন্তুর প্রতিটি কদমের (বিনিময়ে) ঐ আরোহীর (আমলনামায়) ১টি করে নেকী লেখা হবে ।
অনুরুপভাবে যে ব্যক্তি নৌকায় আরোহণের সময় بِسْمِ اللهِ এবং اَلْحَمْدُ لِلّٰه পড়বে যতক্ষণ পর্যন্ত সে তাতে আরোহণ অবস্থায় থাকবে তার জন্য শুধু নেকী আর নেকী লেখা হবে। (তাফসীরে নঈমী, ১ম খণ্ড, ৫৫ পৃষ্ঠা)
মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, ঘরে প্রবেশকালে بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ পড়ে প্রথমে ডান পা দরজার ভেতর প্রবেশ করানো উচিৎ, তারপর পরিবারের সদস্যদের সালাম দিয়ে ঘরের ভেতরে আসুন। যদি ঘরে কেউ না থাকে তবে اَلسَّلامُ عَلَیْکَ اَیُّہاَ النَّبِیُّ وَ رحْمَۃُ اللهِ وَ بَرَکاتُہ বলুন। কতিপয় বুযুর্গ কে দেখা গেছে তারা দিনের শুরুতে ঘরে