بِسْمِ اللہ Ki Barkatein

Book Name:بِسْمِ اللہ Ki Barkatein

بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত রুহানি চিকিৎসা, ওয়াযীফা এবং তাবীযের বরকত কেবল গুটি কয়েক নির্দিষ্ট অঞ্চল বা শহরের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং اَلْحَمْدُ لِلّٰه বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী ভাই বোনদের রুহানি চিকিৎসার জন্য হাজার হাজার স্টল বসানো হয়- যেখানে সারা বিশ্বের দুশ্চিন্তাগ্রস্ত মুসলমানরা তাদের সমস্যা, পেরেশানি, বেকারত্বের সমস্যাসহ অন্যান্য সমস্যার সমাধান পেতে এখানে যোগাযোগ করে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনিও আপনার নিকটতম রুহানি চিকিৎসার স্টল থেকে ওয়াযীফা, তাবীয নিজের সমস্যার সমাধান করাতে পারেন মাদানী চ্যানেলে রুহানি চিকিৎসা অনুষ্ঠানটি লাইভ অবশ্যই দেখুন এই প্রোগ্রামেও মাদানী চ্যানেলের দর্শকদের সমস্যা সমাধানের জন্য রুহানি চিকিৎসা দেওয়া হয় ইস্তিখারাও করা হয়

    اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর আইটি ডিপার্টমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন Online rohani ilaj & istikhara (অনলাইন রুহানী ইলাজ এন্ড ইস্তিখারা) লঞ্চ করা হয়েছে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি * অনলাইন ইস্তিখারা করাতে পারবেন, * অসুস্থতা, বদনজর, জাদু, জিন ইত্যাদি সমস্যা সমাধানের জন্য ফী সাবিলিল্লাহ (বিনামূল্যে) তাবীয সংগ্রহ করতে পারেন এবং * অনলাইনে কাটও করাতে পারবেন

    অ্যাপ্লিকেশনে আরো পাবেন- * অসুস্থতা* দরিদ্রতা* দুশ্চিন্তা, * পেরেশানি এবং বিপদ-আপদ ইত্যাদি থেকে মুক্তির বিভিন্ন ওয়াযীফা আপনাদের স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশন ইন্সটল করে নিন, নিজেও উপকৃত হোন এবং অন্যকেও উৎসাহিত করুন

بِسْمِ اللهِ  লেখার ফযীলত

    হযরত সায়্যিদুনা আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহ প্রিয় হাবীব, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন "যে ব্যক্তি আল্লাহ পাকে সম্মানার্থে উত্তম নকশায়  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ   লিখলো, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন (তারিখে ইসবাহান, খণ্ড , ২৮৫পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা!  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  লেখার মহিমান্বিত সাওয়াব পাওয়ার জন্য সম্ভব হলে কখনো কখনো ওযু অবস্থায় সুন্দর হরফে কাগজ ইত্যাদিতে  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ