Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো
* বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো ? নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

অশুভ (ব্যক্তি) কে?

    এক বাদশা ও তার সাথীরা শিকারের উদ্দেশ্যে জঙ্গলের (Forest) দিকে যাচ্ছিলো। সকালের নীরবতায় ঘোড়ার পায়ের শব্দ স্পষ্ট শুনা যাচ্ছিলো, যা শুনতেই অধিকাংশ পথচারী রাস্তা থেকে সরে যেতো। কেননা, বাদশাহ্ শিকারে যাওয়ার সময় কারো রাস্তায় আসাকে পছন্দ করতো না। বাদশাহ্ ও তার সাথীদের বাহন খুবই শান ও শওকতের সাথে শহর দিয়ে চলছিলো, যখনই বাদশাহ্ শহরের সীমানা প্রাচীরের নিকট পৌঁছলো, সামনে দৃষ্টিপাত করতেই তার দৃষ্টি এক চোখ বিশিষ্ট ব্যক্তির উপর গিয়ে পড়লো, যে কিনা রাস্তা থেকে সরে যাওয়ার পরিবর্তে একেবারে নির্ভয়ে চলছিলো। তাকে সামনে দেখেই বাদশাহ্ রাগান্বিত স্বরে চিৎকার করে উঠলো: উফ! এতো খুবই অশুভ। এই দূর্ভাগা কানা (এক চোখ বিশিষ্ট) কি জানে না যে, যখন বাদশাহের বাহন যায়, তখন রাস্তা ছেড়ে দিতে হয়। কিন্তু এই অমঙ্গল চিহ্নিত এক