Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

চোখা (এক চোখ বিশিষ্ট) তো আমার রাস্তা অতিক্রম করে একেবারে অমঙ্গলজনক প্রমাণ দিচ্ছে বাদশাহ্ সিপাহীদের দিকে ফিরে আসলো আর রাগান্বিত স্বরে চিৎকার করে বললো: আমি আদেশ করছি, এই এক চোখ বিশিষ্ট লোকটিকে ঐ খুঁটির সাথে বেঁধে রাখা হোক আর আমরা ফিরে না আসা পর্যন্ত এই লোক এখানেই বাঁধা থাকবে। আমরা ফিরে এসে তার শাস্তির বিষয়ে বিবেচনা করবো সিপাহীরা (Guards) সাথে সাথেই আদেশ মান্য করলো এবং সেই লোককে খুঁটির সাথে বেঁধে রাখলো। বাদশাহ্ ও তার সাথীরা ধূলো উড়িয়ে জঙ্গলের দিকে রওয়ানা হয়ে গেলো। বাদশাহ্ বিপদে পরার পরিবর্তে এবার বাদশাহ্ খুবই সফল হলো। বাদশাহ্ নিজের পছন্দের পশু ও পাখি শিকার করলো, বাদশাহ্ খুবই আনন্দিত ছিলো। কেননা, আজ একটি নিশানাও বিফল হলো না বরং যে পশুর উপর দৃষ্টি পরলো তাই শিকার করতে পারলো। উজির পশুগুলো ও পাখিগুলো গণনা করে বললো: আজতো আপনার শিকার খুবই সফল, কিরূপ চিন্তা দৃষ্টি ছিলো আর কিরূপ নিশানা!এভাবে সকল সাথীরাই বাদশাহের প্রশংসায় ব্যস্ত ছিলো, যখন সন্ধ্যার সময় বাদশাহ্ শহরের নিকট পৌঁছলো তখন ঐ ব্যক্তিকে রশিতে আবদ্ধ দেখলো। বাদশাহর বাহনের সাথে সাথে শিকারকৃত পশু ও পাখির গাড়িও আসছিলো, যা দেখে বাদশাহ্ ও তার সাথীদের গর্বে বুক ফেটে যাচ্ছিলো। শিকারে পূর্ণ গাড়ি দেখে ঐ ব্যক্তি চিৎকার করে বাদশাহকে উদ্দেশ্য করে বললো: বলুন মহামান্য বাদশাহ! আমাদের দুজনের মধ্যে অশুভ কে, আমি নাকি আপনি? একথা শুনেই বাদশাহর সিপাহীরা সেই লোকটির সামনে উদ্ধত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলো, কিন্তু বাদশাহ্ তাদেরকে হাতের ইশারায় বিরত রাখলো। সেই ব্যক্তি নির্ভয়ে আবারো বললো: বলুন মহামান্য