Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

যিম্মাদারের পরামর্শে শহরের দিকে কিংবা কোন গ্রামে জুমা থেকে আসর বা আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে ইতিকাফ করা হয় আর দরস বয়ানের ব্যবস্থা হয়ে থাকে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ইতিকাফের  নিয়্যতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদে অবস্থা করাও একটি মহান ইবাদত সুতরাং আপনিও দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজে অংশগ্রহণ করুন এই দ্বীনি কাজের বরকতে আপনার কেবল ইতিকাফের নিয়্যতের না শুধু সাওয়াব অর্জন হবে বরং ইলমে দ্বীন অর্জন করার সুযোগও হাতে এসে যাবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সন্দেহ প্রবণতা এমন একটি রোগ, যা মানুষের সুখ-শান্তি সব কিছু ছিনিয়ে নেয় আর তার জ্ঞানের কর্মক্ষমতাকে (Abilities) নষ্ট করে দেয়, যারা সন্দেহ প্রবণতার আপদে ফেঁসে যায়, তখন এরূপ মনে হয় যে, যেন তার জন্য কোন ব্যক্তি, স্থান, সময়, নিদর্শন, তারিখ, দিন, রাত, মাস বা বছর ইত্যাদি কিছুই সৌভাগ্যের বিষয় নয় বরং সে নিজেকে ছাড়া সকল কিছুকে নিজের জন্য অযথা অশুভ মনে করে, অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করে আর নিজের প্রতি বিভিন্ন অকল্যাণের দরজা খুলে দেয় যেমনিভাবে-

 

অশুভ প্রথা তথা কুসংস্কারের বিভিন্ন রূপ

      কখনো অন্ধ, ল্যাংড়া, কানা ও প্রতিবন্ধী লোকের সাথে, কখনো কোন বিশেষ পাখি বা পশু দেখে অথবা এর আওয়াজ শুনে কুসংস্কারের শিকার হয়ে যায়। * কখনো কোন সময় বা দিন অথবা মাস থেকেও অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করে। * কোন কাজের ইচ্ছা করলো আর কেউ কাজের পদ্ধতিতে ক্ষতির সম্ভাবনা দেখিয়ে দিলো কিংবা কাজটি বন্ধ করে দিতে