Book Name:Waham Aur Badshaguni
ছাড়াও বিভিন্ন সমাজ, জাতি ও গোষ্ঠীতে অনেক ধরণের কুসংস্কারের প্রচলন রয়েছে। (অশুভ প্রথা, ১৬-১৭ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের মধ্যে যারাই এরূপ কুসংস্কারের শিকার, তাদের উচিৎ, বিজ্ঞতার পরিচয় দিয়ে দ্রুত এই রোগ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়া। কেননা, অশুভ প্রথা তথা কুসংস্কারের পরিণতি এতো ভয়ানক যে, اَلْاَ مَانُ وَ الْحَفِيْظ
আসুন! শিক্ষা অর্জনের জন্য অশুভ প্রথা তথা কুসংস্কারের কিছু ভয়াবহ পরিণতি সম্পর্কে শ্রবণ করি।
কুসংস্কারের ভয়ানক পরিণতি
মাকতাবাতুল মদীনার কিতাব সম্বলিত “অশুভ প্রথার” কিতাবের ২০নং পৃষ্ঠায় রয়েছে; * কুসংস্কারে বিশ্বাসীদের আল্লাহ পাকের প্রতি বিশ্বাস ও ভরসা দুর্বল হয়ে যায়। * আল্লাহ পাকের সম্পর্কে কুধারণা সৃষ্টি হয়। * ভাগ্যের উপর ঈমান দুর্বল হতে থাকে। * শয়তানী কুমন্ত্রণার দরজা খুলে যায়। * কুসংস্কারের কারণে মানুষের মধ্যে সন্দেহ প্রবণতা, চিত্তের দুর্বলতা, মনের ভয়, সাহসহীনতা ও কার্পণ্য সৃষ্টি হয়ে যায়।
* অনেক ধরণের ব্যর্থতা (Reasons) আসতে পারে। যেমন; কাজের পদ্ধতি সঠিক না হওয়া, ভুল সময়ে ও ভুল স্থানে কাজ করা এবং অপরিনামদর্শী কাজ করা। কিন্তু কুসংস্কারে অভ্যস্ত মানুষ নিজের ব্যর্থতাকে অশুভ সাব্যস্ত করার মাধ্যমে আত্মসংশোধন থেকেও বঞ্চিত থাকে। * কুসংস্কারের কারেণ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, তখন তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি হয়। * যারা নিজের মধ্যে কুসংস্কারের দরজা খুলে নেয়, তাদের দৃষ্টিতে সবকিছুই অশুভ মনে হতে থাকে।