Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

অশুভ প্রথাকিতাবের পরিচিতি

    প্রিয় ইসলামী ভাইয়েরা! কুসংস্কার সম্পর্কে জ্ঞান অর্জন এই মারাত্মক রোগ থেকে মুক্তির জন্য মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত ১২৬ পৃষ্ঠা সম্বলিত কিতাব অশুভ প্রথা অধ্যয়ন করুন এই কিতাবে কুসংস্কারের প্রকারভেদ, ভাল মন্দ প্রথার উদাহরণ, কুসংস্কারের বিভিন্ন রূপ, কুসংস্কারের ক্ষতিকর পরিণতি, ইঙ্গিত (ফাল) দেখা এর পারিশ্রমিক নেয়ার বিধান, ইস্তিখারা করার পদ্ধতি, দোয়া উপকার, সফর মাসে সংগঠিত কিছু ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, ক্ষেত সমূহকে বদ নযর থেকে বাঁচানোর উপায়, মুয়ে মোবারক (চুল মোবারক) এর বরকত, অশুভ প্রথা শুভ প্রথার মাঝে পার্থক্য, শিক্ষণীয় কাহিনী ঘটনা এবং আরো অনেক মাদানী ফুল বর্ণনা করা হয়েছে সুতরাং আজই এই কিতাবটি মাকতাবাতুল মদীনা থেকে উপযুক্ত মূল্যে সংগ্রহ করে নিন, নিজেও পড়ুন এবং অপরকেও পড়তে উৎসাহিত করুন আল্লাহ পাকের সামর্থ্য দিলে অধিকহারে সংগ্রহ করে বন্টনও করুন দাওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net থেকেও এই কিতাবটি পড়তে পারবেন, ডাউনলোড (Download) এবং প্রিন্ট আউট (Print Out) করতে পারবেন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! সন্দেহ কুসংস্কার যদিও খুবই মারাত্মক রোগ, কিন্তু এমন রোগও নয় যে, যার কোন চিকিৎসা নেই আর যা থেকে মুক্তি অর্জন খুবই কষ্টকর সুতরাং নিরাশ হয়ে শয়তানকে সুযোগ দেয়ার পরিবর্তে আল্লাহ পাকের পবিত্র সত্তা তাঁর অনুগ্রহের প্রতি ভরসা করে এর কারণসমূহের প্রতি দৃষ্টিপাত করুন আর দ্রুত চিকিৎসা শুরু করুন আসুন! কুসংস্কারের কারণ এর প্রতিকার সম্পর্কে শ্রবণ করি