Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

বললো, তবে এ থেকেও অশুভ প্রথা তথা কুসংস্কার বের করে নেয় যে, এই তো তুমি বাম হাত ঢুকিয়ে দিলে, কাজটি কি আর হবে! * কখনো এ্যাম্বুলেন্সের (Ambulance) আওয়াজ শুনে, কখনো ফায়ার ব্রিগেডের (Fire brigade) শব্দ শুনে অশুভ প্রথা তথা কুসংস্কারের শিকার হয়ে যায়। * কখনো পত্র-পত্রিকায় প্রকাশিত নক্ষত্র ও রাশির ফলাফল দেখেও নিজের জীবনে দুঃখ ও দুচিন্তা টেনে আনে। * কখনো মেহমান বিদায় নেওয়ার পর ঘরে ঝাড়ু দেওয়াকেও অশুভ বলে মনে করা হয়। * কখনো জুতো খোলার সময় জুতোর উপর জুতো চলে আসাকেও অশুভ মনে করা হয়। * ডান চোখ লাফালে বিশ্বাস করে নেয় যে, কোন বিপদ আসবে।   জুমার দিন ঈদ হলে তাকে সরকারী শাসনামলের উপর চাপ মনে করা হয়।
* কখনো বিড়ালের কান্নাকেও অশুভ বলে মনে করা হয়, তো কখনো রাতের বেলায় কুকুরের কান্নাকেও। * প্রথম গ্রাহক কিছু না নিয়ে যদি চলে যায়, তবে একে দোকানদার অশুভ মনে করে থাকে। * নববধূকে ঘরে নেয়ার পর যদি পরিবারের কেউ মারা যায় কিংবা কোন মহিলার যদি কেবল কন্যা সন্তান হতে থাকে, তবে এর গায়ে অপয়াঅপবাদের লেবেল সেঁটে দেওয়া হয়। * কোন মহিলা যদি গর্ভবতী হয়, তবে তাকে মৃত ব্যক্তির নিকট আসতে দেওয়া হয় না, এই ভেবে যে, সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে। * যুবতীবস্থায় বিধবা হয়ে যাওয়া মহিলাদেরকেও অপয়াবলে মনে করা হয়। * অযথা কেঁচি চালালে ঘরে ঝগড়া সৃষ্টি হয়।  কারো ব্যবহৃত চিরুনী ব্যবহার করলে মনে করা হয় দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে। * খালি পাত্র বা চামচ