Book Name:Waham Aur Badshaguni
করা শরয়ীভাবে মুস্তাহাব, তাই অশুভ প্রথা গ্রহণ করা বেঁচে থাকার জন্য শুভ প্রথা গ্রহণ করার অভ্যাস গড়ুন।
অনুবাদ বিভাগ
প্রিয় ইসলামী ভাইয়েরা! অশুভ ও কুধারণা এবং অন্যান্য গুনাহ থেকে বাঁচার আরেকটি উত্তম মাধ্যম হলো; আশিকানে রাসূল দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃকক্ত হয়ে দ্বীনের খিদমতের কাজে ব্যস্ত হয়ে যাওয়া। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বিশ্বব্যপি ৮০টিরও বিভাগের মাধ্যমে জীবনের বিভিন্ন বিভাগের সাথে সম্পৃক্ত মুসলমানদের সংশোধনের চেষ্টা করছে, এগুলোর মাধ্য হতে একটি বিভাগ হচ্ছে; অনুবাদ বিভাগ। এ বিভাগের অধিনে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ও মাকতাবাতুল মদীনার কিতাব ও পুস্তিকা সমূহ, মাসিক ফয়যানে মদীনা, সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা ও অন্যান্য বিভাগের সাথে সাংগঠনিক বিষয় বস্তুর অনুবাদ করা হয়। অনুরূপভাবে বিশ্বের বিভিন্ন ভাষী অসংখ্যা লোকও এ কিতাব ও পুস্তিকা থেকে উপকৃত হচ্ছে। আপনারাও মাকতাবাতুল মদীনার এ কিতাবা ও পুস্তিকা নিজেও পাঠ করুন এবং অন্যান্যদেরও পড়ার উৎসাহ দিন, সামর্থ অনুযায়ী পুস্তিকা বন্টনও করুন اِنْ شَآءَ اللہ এর অসংখ্য বরকত অর্জন হবে। আল্লাহ পাকের অনুবাদ বিভাগকে আরো উন্নতির সাথে এর মহান কাজকে সামনে অগ্রসর করার সৌভাগ্য দান করুক। আমীন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় আত্তার دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর আম্মাজানের উত্তম আলোচনা
আমাদের মাঝে সফরুল মুযাফফরের মোবারক মাস তার বরকত ছড়িয়ে যাচ্ছে, এতে শায়খে তরীকত, আমীরে আহলে