Book Name:Waham Aur Badshaguni
বিশ্বাস করো না আর যখন তোমাদের কুসংস্কার সৃষ্টি হয়, তবে সেই কাজ করে ফেলো আর আল্লাহ পাকের প্রতি ভরসা করো।
(আল কা’মিলে ফি দ্বা’ফায়ির রিজাল, আব্দুর রহমান বিন সা’আদ, ৫/৫০৯)
(২) ইরশাদ হচ্ছে: আমার উম্মতের মাঝে তিনটি বিষয় অবশ্যই থাকবে: অশুভ প্রথা, হিংসা এবং কুধারণা। এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! যে লোকের মাঝে এই তিনটি অভ্যাস থাকবে, সে এর প্রতিকার কিভাবে করবে? ইরশাদ করলেন: যখন তুমি হিংসা করবে, তখন আল্লাহ পাকের নিকট ইস্তিগফার করো (তাওবা করো) আর যখন তুমি কোন কুধারণা করো তবে তাতে দৃঢ় থেকো না। আর যখন তুমি অশুভ প্রথা বের করবে, তখন সেই কাজ করে নাও। (মু’জামুল কবীর, ৩/২২৮, হাদীস: ৩২২৭)
اَلْحَمْدُ لِلّٰه এব্যাপারে আমাদের বুযুর্গানে দ্বীনগণের رَحِمَہُمُ الله পদ্ধতি অনুসরনীয়। কেননা, তাঁরা কোন বিশেষ ব্যক্তি, স্থান, সময় বা বস্তুকে নিজের জন্য অশুভ মনে করে অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করা বা নক্ষত্রের প্রভাবের প্রতি বিশ্বাস স্থাপন করে সন্দেহ প্রবণ লোকের মতো মানসিকভাবে দ্বিধাদ্বন্ধে লিপ্ত হওয়ার পরিবর্তে আল্লাহ পাকের পবিত্র সত্তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতেন আর যে কাজে ইচ্ছা করে নিতেন তা করেই নিতেন। আসুন! এ প্রসঙ্গে দু’টি শিক্ষণীয় ঘটনা শ্রবণ করি:
সফর করা থেকে বিরত রইলেন না
আমীরুল মুমিনিন মাওলা মুশকিল কোশা হযরত আলীউল মুরতাদ্বা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم যখন খারেজীদের সাথে যুদ্ধ করার জন্য সফর করার জন্য ইচ্ছা পোষণ করলেন তখন একজন জ্যোতিষী প্রতিবন্ধক হয়ে গেলো আর বলতে লাগলো: হে আমীরুল মুমিনিন! আপনি তাশরীফ নিয়ে যাবেন না, হযরত আলীউল মুরতাদ্বা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم কারণ জিজ্ঞাসা করলে সে বললো: এখন চাঁদ