Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

পৃথিবীর কক্ষপথ সমূহের মধ্যে একটি কক্ষপথে রয়েছে যদি আপনি এই সময় চলে যান তবে আপনি পরাজিত হয়ে যাবেন একথা শুনে হযরত আলীউল মুরতাদ্বা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم উত্তর দিলেন: নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং হযরত সিদ্দিক ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا জ্যোতিষীদের উপর বিশ্বাস রাখতেন না, আমি আল্লাহ পাকের উপর ভরসা করে এবং তোমার কথাকে মিথ্যা প্রমাণিত করার জন্য অবশ্যই সফর করবো অতঃপর তিনি رَضِیَ اللهُ عَنْہُ এই সফরের যাত্রা শুরু করলেন, আল্লাহ পাকের তাঁকে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রকাশ্য জীবদ্দশার পর সবচেয়ে বেশি বরকত এই সফরে দান করেন, এমনকি সব শত্রুরা মৃত্যু বরণ করলো আর আমীরুল মুমিনিন হযরত আলীউল মুরতাদ্বা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم বিজয় অর্জন করে আনন্দচিত্তে ফিরে আসলেন

(গাদআল আলবাব ফি শরহে মনযুমাতাল দাব, /১৯১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

অশুভ প্রথা তথা কুসংস্কার প্রত্যাখ্যাত

    আমীরুল মুমিনীন হযরত ওমর বিন আব্দুল আযীয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর গোলাম মুযাহিমের বর্ণনা হলো: আমরা যখন পবিত্র মদীনা থেকে বের হলাম, তখন আমি দেখলাম যে, চাঁদ দাবারানে’ (চাঁদের একটি তিথির নাম, এ সময় চাঁদ সপ্তর্ষি মন্ডলী ও মিথুনের মাঝামাঝি অবস্থান করে, আরবে গণকদের নিকট প্রসিদ্ধ ছিলো যে, চাঁদের এরূপ অবস্থা অশুভ হয়ে থাকে, মুযাহিমের ইঙ্গিত সেদিকেই ছিলো) অবস্থান করছে, আমি তাঁকে এরূপ বলা সঙ্গত মনে করলাম না, বরং এভাবে বললাম: একটু চাঁদের দিকে দৃষ্টিপাত করুন, খুবই সুন্দর (Beautiful) দেখাচ্ছে! তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দেখলেন যে, চাঁদ দাবারানেঅবস্থান করছে। তিনি বললেন: তুমি সম্ভবত আমাকে এ কথা বলতে চাইছো যে, চাঁদ