Book Name:Waham Aur Badshaguni
সংজ্ঞা (Defination) এবং এর প্রকারভেদ (Types) সম্পর্কে শ্রবণ করি।
প্রথা কাকে বলে?
প্রথা মানে ইঙ্গিত নেয়া, অর্থাৎ কোন বস্তু, ব্যক্তি, কাজ, শব্দ বা সময়কে নিজের পক্ষে শুভ বা অশুভ বলে মনে করা। মৌলিকভাবে তা দুই প্রকার: (১) অশুভ প্রথা গ্রহণ করা, (২) শুভ প্রথাগ্রহণ করা। আল্লামা মুহাম্মদ বিন আহমদ আনসারী কুরতুবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাফসীরে কুরতুবীতে উদ্ধৃত করেন; শুভ প্রথা হলো: যে কাজের ইচ্ছা পোষণ করেছে, সে সম্পর্কে কোন কথা শুনে সেই কাজের পক্ষে প্রমাণ গ্রহণ করা, এটি তখনই হয়, যখন কথাটি শুভ হয়, যদি অশুভ হয়, তাহলে অশুভ প্রথা। শরীয়াত এই কথার নির্দেশ দিয়েছে যে, মানুষ যেন শুভ প্রথা গ্রহণ করে খুশি হয় এবং নিজের কাজ আনন্দচিত্তে সম্পন্ন করে এবং যখন কোন অশুভ কথা শুনে, তখন সেদিকে যেন মনযোগ না দেয়, আর সেই কারণে নিজের কাজও যেন বন্ধ করে না দেয়।
(তাফসীরে কুরতুবী, ২৬তম পারা, ৪নং আয়াতের পাদটিকা, ৮/১৩২, ১৬তম অংশ)
শুভ ও অশুভ প্রথার মাঝে পার্থক্য
প্রিয় ইসলামী ভাইয়েরা! অশুভ প্রথা তথা কুসংস্কার এবং শুভ প্রথার মাঝে পার্থক্যও (Difference) জেনে নিন, সুতরাং এর উভয়ের মাঝে মৌলিক পার্থক্য হলো; অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করা শরয়ীভাবে নিষেধ আর শুভ প্রথা গ্রহণ করা মুস্তাহাব, এছাড়াও * শুভ প্রথা গ্রহণ করা আমাদের প্রিয় নবী, মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রীতি, আর অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করা অমুসলিমদের রীতি, * শুভ প্রথা গ্রহণ করাতে আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে মঙ্গল ও কল্যাণের আশা সৃষ্টি হয় আর অশুভ প্রথা তথা কুসংস্কার গ্রহণ করাতে নিরাশা সৃষ্টি