Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

বাদশাহ! আমাদের মধ্যে অশুভ কে? আমি নাকি আপনি?” আমি আপনাকে দেখলাম তাই রশিতে আবদ্ধ হয়ে উত্তপ্ত রোদে সারাদিন পুড়লাম, আর আপনি আমাকে দেখে আজ অনেক শিকার করলেন একথা শুনে বাদশাহ্ লজ্জিত হলো এই ব্যক্তিকে দ্রুত মুক্ত করে দিলো আর অনেক পুরস্কার সম্মান দ্বারাও ধন্য করলো (অশুভ প্রথা, পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! সন্দেহ প্রবণ বাদশাহ্ এক চোখ বিশিষ্ট লোকটিকে অশুভ মনে করে প্রখর রোদে সারাদিন বন্দি করে রাখার শাস্তি দিলো কিন্তু তবু তার শিকারে পূর্বের চেয়ে অনেক বেশি সফলতা অর্জিত হলো এই ঘটনা দ্বারা সেইরূপ সন্দেহের দরজা একেবারে বন্ধ হয়ে গেলো, যা কোন মানুষ, পশু বা কোন দিনকে শুধুমাত্র নিজের সন্দেহের ভিত্তিতে অশুভ মনে করা, অথচ শরীয়াতে এর কোন ভিত্তি নেই মনে রাখবেন! যে ব্যক্তি সন্দেহের আপদে লিপ্ত হয়ে যায়, তবে তার সব কিছুই অশুভ মনে হতে থাকে, এমনকি সন্দেহ প্রবণ ব্যক্তি নির্বোধ লোকের কথা শুনে ভুল সিদ্ধান্ত দিয়ে শুধু নিজে কষ্টে পতিত হয় না বরং অন্যান্য লোকেদের জন্যও প্রাণনাশক হয়ে যায় কোন মুসলমানকে অশুভ মনে করা, ঘৃণার আপদে নিক্ষেপ করতে পারে অশুভ হওয়ার সন্দেহ শয়তানের হাতিয়ার, যা মুসলমানদের পরস্পরের মধ্যে লড়াই, ঝগড়া-বিবাদে লিপ্ত করিয়ে শান্তি নষ্ট করার কারণ হয়ে যায় এই কথাটি ভালভাবে মনে গেঁথে নিন যে, কোন ব্যক্তি, স্থান, বস্তু বা সময়কে অশুভ মনে করা ইসলামে এর কোন ভিত্তি নেই, এটি সম্পূর্ণ সন্দেহমূলক মনোভাব হয়ে থাকে

    আমার প্রিয় আলা হযরত, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কাছে এমন প্রশ্ন করা হলো: এক ব্যক্তি সম্পর্কে প্রসিদ্ধি রয়েছে; যদি সকালে তার অশুভ চেহারা