Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

এখন দাবারানে রয়েছে, মুযাহিম! আমরা চাঁদ সূর্যের সঙ্গে নই, বরং আল্লাহ পাকের নির্দেশ ইচ্ছায় বের হই (সীরাতে ইবনে আব্দুল হিকম, ২৭ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আসল অশুভ তো গুনাহের মাঝে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! কোন সময় বরকতময় এবং মহত্বপূর্ণ ফযীলতপূর্ণ তো হতে পারে, যেমন; রমযান মাস, রবিউল আউয়াল, জুমা মোবারক ইত্যাদি, কিন্তু কোন মাস বা দিন অশুভ হতে পারে না যেমনিভাবে- প্রসিদ্ধ মুফাসসীর, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ইসলামে কোন দিন বা কোন মুহুর্ত অশুভ নয়, হ্যাঁ, কিছু কিছু দিন বরকতময় হয়ে থাকে (মিরাতুল মানাজিহ, /৪৮৪)

    اَلْحَمْدُ لِلّٰه সফরুল মুযাফফরও অন্যান্য মাসের ন্যায় একটি বরকতময় মাস। যেমনিভাবে অন্যান্য মাসে আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ বর্ষণ হয়, তেমনি এই মাসেও হতে পারে বরং একে তো সফরুল মুযাফফর অর্থাৎ সফলতার মাস বলা হয়, اَلْحَمْدُ لِلّٰه এই সম্মাণিত মাসেই হযরত আলী মুরতাদ্বা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم ও খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুয যাহারা رَضِیَ اللهُ عَنْہَا এর বিবাহ হয়েছিলো। (আল কামিলু ফিত তারিখ, ২/১২) * সফরুল মুযাফফরে মুসলমানদের খায়বারের বিজয় নসীব হয়েছিলো। (আল বাদায়াতি ওয়ান নাহায়াতি, ৩/৩৯২) * সাইফুল্লাহ্ হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আমর বিন আস ও হযরত ওসমান বিন তালহা رَضِیَ اللهُ عَنْہُم সফরুল মুযাফফরের আট তারিখে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। (আল কামিলু ফিত তারিখ, ২/১০৯) * মাদায়িন