Book Name:Waham Aur Badshaguni
হলো: বান্দা যেন কুসংস্কারের ভয়াবহতা ও ক্ষতি সম্পর্কে পড়ে, এ সম্পর্কে ভেবে তা থেকে বাঁচার চেষ্টাও যেন করে।
(৫) কুসংস্কারের পঞ্চম কারণ হলো: প্রতিদিনের কাজকর্মে ওযীফা অন্তর্ভুক্ত না হওয়া। এর প্রতিকার আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, মাওলানা ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কিছুটা এরূপ বর্ণনা করেন: এই প্রকারের (অর্থাৎ কুসংস্কারের) ক্ষতিকর কুমন্ত্রণা যখন সৃষ্টি হয়, তার সম্পর্কে কুরআন ও হাদীস শরীফে কিছু সংক্ষিপ্ত ও খুবই উপকারী দোয়া লিপিবদ্ধ হয়েছে, তা একবার চাইলে একের অধিকবার আপনি ও আপনার পরিবারের সদস্যরা পাঠ করে নিন। যদি মন দৃঢ় হয়ে যায় আর সন্দেহ চলে যায়, তবে উত্তম। নয়তো যখন সেই কুমন্ত্রণা সৃষ্টি হয় তখন একবার পাঠ করে নিন আর বিশ্বাস করে নিন যে, আল্লাহ পাকের ও রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ওয়াদা সত্য আর অভিশপ্ত শয়তানের ভীতি প্রদর্শন মিথ্যা। কয়েকবারেই আল্লাহ পাকের সাহায্যে সেই সন্দেহ একেবারেই শেষ হয়ে যাবে আর কখনো কোন ভাবেই এর দ্বারা কোন ক্ষতি হবে না। সেই দোয়া হলো: (১) حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَكِیْلُ কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর (তিনি) কতোই না উত্তম কর্মব্যবস্থাপক! (পারা ৪, আলে ইমরান, আয়াত ১৭৩) (২) اَللّٰھُمَّ لَا طَیْرَ اِلَّا طَیْرُكَ وَلَا خَیْرَ اِلَّا خَیْرُكَ وَلَا اِلٰہَ غَیْرُكَ অর্থাৎ হে আল্লাহ পাকের! তোমার ইঙ্গিতই ইঙ্গিত আর তোমার কল্যাণই কল্যাণ আর তুমি ছাড়া কোন মাবুদ নেই। (বাতেনী বিমারিয়োঁ কে মালুমাত, ২৮৯ পৃষ্ঠা)
(৬) কুসংস্কারের ষষ্ঠ কারণ হলো, নেক প্রথা গ্রহণ না করা বা নেক প্রথা গ্রহণ করার প্রতি মনোযোগ না দেয়া আর এর মূল জ্ঞান না থাকাও। অশুভ প্রথা গ্রহণ করে এর উপর আমল করা যেহেতু শরীয়াতে নিষেধাজ্ঞা রয়েছে আর শুভ প্রথা গ্রহণ