Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

 

কুসংস্কারের ছয়টি কারণ এর প্রতিকার

() কুসংস্কারের প্রথম কারণ হলো: ইসলামী শিক্ষার প্রতি অবজ্ঞা এর প্রতিকার হলো: বান্দা যেন ভাগ্যের প্রতি এমনভাবে বিশ্বাস রাখে যে, প্রত্যেক কল্যাণ, অকল্যাণ আল্লাহ পাকের তাঁর ইলমে আযলী (অনন্তকালের জ্ঞান) অনুযায়ী ভাগ্যে লিপিবদ্ধ করেছেন, যেমনটি হওয়ার যে যেরূপ করার তা তিনি তাঁর জ্ঞান দ্বারা জানেন আর তাই লিখে দিয়েছেন তবে কুসংস্কার অন্তরে স্থানই করতে পারবে না কেননা, যখনই মানুষের কোন ক্ষতি হবে, তখন সে এই মানসিকতা বানিয়ে নিবে যে, এটি আমার ভাগ্যে লিখা ছিলো, কোন কিছুর অশুভ কারণে এমনটি হয়নি

() কুসংস্কারের দ্বিতীয় কারণ হলো: তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ পাকের প্রতি ভরসা কমে যাওয়া এর প্রতিকার হলো: যখনি কোন কুসংস্কার মনের মধ্যে আসে, তখন আল্লাহ পাকের উপর ভরসা করুন اِنْ شَآءَ الله কুসংস্কারের মনোভাব মন থেকে চলে যাবে

() কুসংস্কারের তৃতীয় কারণ হলো: অশুভ ইঙ্গিত (ফাল) গ্রহণ করে কাজ করা থেকে বিরত থাকা এর প্রতিকার হলো: যখনই কোন কাজে অশুভ ইঙ্গিত (ফাল) বের হয়, তবুও সেই কাজটি করে নিন আর নিজের মনে এই মনোভাবটিকে স্থান দিবেন না যে, এই অশুভ ইঙ্গিতের (ফাল) কারণে আমার এই কাজে কোন ক্ষতি হবে

(৪) কুসংস্কারের চতুর্থ কারণ হলো: এর ভয়াবহতা ও ক্ষতি সম্পর্কে না জানা। বান্দা কোন জিনিসের ক্ষতি সম্পর্কে জানেই না, তবে তা থেকে বাঁচবে কিভাবে? এর প্রতিকার