Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়, আনন্দ ভ্রমণ শিকারে বের হয়, পুরি বানানো হয়, গোসল করা হয়, আনন্দ উদযাপন করা হয় আর বলে; হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দিনে সুস্থতার গোসল করেছিলেন মদীনা শরীফের বাইরে সফরে গিয়েছিলেন এসব কথা ভিত্তিহীন বরং এই দিনে হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রোগ প্রবল ছিলো, এসব কথা বাস্তবতা বিরুধী (মিথ্যা) আর কেউ কেউ বলে থাকে যে, এই দিনে বালা-মুসিবত অবতীর্ণ হয় এবং বিভিন্ন ধরণের আরো অনেক কথা বলা হয়ে থাকে, সবই ভিত্তিহীন বরং হাদীসে পাকে ইরশাদ হচ্ছে: لَا صَفَرَ অর্থাৎ সফর কোন কিছুই নয় (বুখারী, কিতাবুত তিব, বাবু লা হামাতা, হাদীস: ৫৭৫৭, /৩৬) সকল অর্থহীন কথাকে খণ্ডন করে  (বাহারে শরীয়াত, / ৬৫৯)

 

১২টি দ্বীনি কাজের মধ্যে হতে একটি  দ্বীনি কাজ

ছুটির দিনের ইতিকাফ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! জানতে পারলাম যে, সফরুল মুযাফফর সম্পর্কে জনসাধারণের মাঝে প্রচলিত ভুল ধারণাগুলোর বাস্তবতার সাথে কোন সম্পর্ক নেই বরং তা শুধুমাত্র সন্দেহমূলক ধারণা এবং ইলমে দ্বীন থেকে দূরত্বের ফল। সুতরাং মুসলমান হওয়ার কারণে আমাদের উচিৎ, আমরা যেন এরূপ সন্দেহ প্রবণ ধারণা করা থেকে নিজেকে দূরে রাখি এবং দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করি। কেননা, এই দ্বীনি পরিবেশে সন্দেহ ও অশুভ প্রথা তথা কুসংস্কার থেকে বাঁচার এবং এর প্রতিকারের ভরপুর মানসিকতা দেয়া হয়। اَلْحَمْدُ لِلّٰه ১২টি দ্বীনি কাজের মধ্যে সপ্তাহিক একটি দ্বীনি কাজ, ছুটির দিনে ইতিকাফ করা, সেই দ্বীনি কাজে প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে প্রত্যেক ওয়ার্ড যিম্মাদার, ইউ-সি, যিম্মাদার/ তাহসিল মশাওয়ারাতে