Farooq e Azam Ki Aajizi o Sadgi

Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi

হায়! আমীরুল মুমিনিন হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর সদকায় আমাদেরও যেনো সত্যিকার বিনয় নম্রতা নসিব হয়ে যায়আসুন! তাঁর বিনয়ের আরো একটি ঈমান সতেজকারী ঘটনা শুনি

হঠাৎ দু’টি সিংহ এসে গেলো

     বর্ণিত আছে; রোমের বাদশাহের প্রেরিত এক অনারব ব্যক্তি মদীনা মুনাওয়ারায় আসলো আর লোকদের কাছে হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর ঠিকানা জানতে চাইলো, লোকেরা বললো: দুপুরে শহর থেকে কিছু দূরে খেজুরের বাগানে কায়লুলা (আরাম) করাবস্থায় তুমি তাঁকে পাবেএই অনারব ব্যক্তি খুঁজতে খুঁজতে তাঁর নিকট পৌঁছে গেলো এবং দেখলো যে, তিনি চামড়ার তৈরী চাবুক (Hunter) নিজের মাথার নিচে দিয়ে মাটিতেই গভীর ঘুমে আচ্ছন্নসেই অনারব ব্যক্তি এই উদ্দেশ্যে খাপ থেকে তরবারী বের করে সামনে অগ্রসর হলো যে, এই সুযোগে আমীরুল মুমিনীন رَضِیَ اللهُ عَنْہُ কে হত্যা করে পালিয়ে যাবে কিন্তু সে যখনি সামনে অগ্রসর হলো, হঠাৎ সে দেখলো যে, দুটি সিংহ গর্জন করতে করতে তার উপর হামলা করতে প্রস্তুত হলো। এই ভয়ানক দৃশ্য দেখে সে ভয়ে ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠলো, যার কারণে আমীরুল মুমিনীন رَضِیَ اللهُ عَنْہُ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন আর দেখলেন; এক অনারব ব্যক্তি খোলা তরবারী হাতে থরথর করে কাঁপছেতিনি তাকে চিৎকার এবং ঘাবড়ানোর কারণ (Reason) জিজ্ঞাসা করলে সে সত্যি সত্যি পুরো ঘটনা বর্ণনা করে দিলো এবং উচ্চ আওয়াজে কলেমা পাঠ করে ইসলাম ধর্মে ধর্ম