Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi
দরবারে আযর করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم!
আমাকে বলুন যে, মেরাজের রাতে আপনি জান্নাতে কি কি দেখেছেন? রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
ইরশাদ করেন: হে ওমর বিন খাত্তাব! যদি আমি তোমাদের মাঝে এত সময় থাকি যত সময় হযরত
নূহ عَلَیْہِ السَّلَام
তাঁর সম্প্রদায়ের মাঝে ছিলেন (অর্থাৎ এক হাজার বছর পর্যন্ত) আর আমি তোমাকে
জান্নাতী ঘটনাবলী ও পরিদর্শনাদীর ব্যাপারে বলি তবুও তা শেষ হবে না। কিন্তু হে ওমর! যখন তুমি আমাকে এটা বলেই
দিলে যে, আমাকে জান্নাতের কথা বলুন তবে আমি তোমাকে ঐ বিষয়ে বলবো, যা তুমি ব্যতীত আর
কাউকে বলিনি। (তা হলো যে,) আমি
জান্নাতে এমন একটি আলিশান প্রাসাদ দেখেছি, যার চৌকাঠ জান্নাতী মাটির নিচে
ছিলো আর এর উপরের অংশ আরশের মাঝখানে ছিলো। আমি হযরত জিব্রাঈল عَلَیْہِ السَّلَام কে জিজ্ঞাসা করলাম: হে জিব্রাঈল! তুমি কি এই আলিশান প্রাসাদের
ব্যাপারে জানো, যার চৌকাঠ জান্নাতী মাটির নিচে আর উপরের অংশ আরশের মাঝখানে? তখন
হযরত জিব্রাঈল
عَلَیْہِ السَّلَام
আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি জানিনা। আমি আবারো জিজ্ঞাসা করলাম: হে জিব্রাঈল! এই
প্রাসাদের আলো (Light)
তো এমন যেমনটি দুনিয়ায় সূর্যের আলো, চলো এটাই বলো যে, এতে কে আসবে আর কে বসবাস
করবে? তখন হযরত জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام আরয করলেন: یَسْكُنُھَا وَ یَصِیْرُ
اِلَیْھَا مَنْ یَّقُوْلُ الْحَقَّ وَیَھْدِیْ اِلَی الْحَقِّ وَاِذَا قِیْلَ لَہُ
الْحَقُّ لَمْ یَغْضِبْ وَمَاتَ عَلَی الْحَقِّ
অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এই প্রাসাদে সেই থাকবে,
যে শুধু