Farooq e Azam Ki Aajizi o Sadgi

Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi

(তারিখে ইবনে আসাকির, ৪৪/২৯৮ আয যুহুদ লিইবনে মুবারক, ২০৪ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী বোনেরা! আমীরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনাড়ম্বরতার (সাধাসিধে জীবন যাপনের) প্রতি উৎসর্গিত হয়ে যান যে, তাঁর খাবার কিরূপ সাধারণ ছিলো, অনুরূপভাবে তাঁর পরিধেয় জিনিষও খুবই সাধারণ ছিলো

খালি পা

    কখনো দেখা গেলো যে, (ঈদের নামাযের জন্য) খালি পায়েই চলে যাচ্ছেন(মুস্তাদরিক লিল হাকেম, /৩২, হাদীস ৪৫৩৫)

ঘাম শোষনকারী জামা

    (সিরিয়ার সফরে) আলিয়া নামক স্থানে পৌঁছলেন, তখন দীর্ঘ সফরের কারণে শরীরে থাকা জামা পেছনের দিকে ফেটে গিয়েছিলো, তিনি رَضِیَ اللهُ عَنْہُ সেখানকার শাসককে নিজের জামাটি ধৌত করে সেলাই করার জন্য দিলেন, শাসক সেলাই করে তা ধুয়ে দিলেন এবং সাথে এর মতোই একটি নতুন জামাও বানিয়ে তাঁর খেদমতে উপহার স্বরূপ প্রদান করলেন তিনি নতুন জামা দেখলেন, এতে হাত বুলালেন এবং নিজের সেই সেলাই করা পুরাতন জামা পরিধান করে নিলেন আর বললেন: আমার এই জামা তোমার জামার তুলনায় বেশি ঘাম শোষনকারী

(তারিখুর রুসুল ওয়াল মুলুক, /৬৪)