Farooq e Azam Ki Aajizi o Sadgi

Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi

নিতেন, যদি তা কোথাও ছিড়ে যেতো তবে তা তালি লাগিয়ে নিতেন, যতক্ষণ তা দ্বারা কাজ চলতো চালিয়ে নিতেন অতঃপর তা পরিবর্তন করে নিতেন, প্রতি বছর পূর্বের বছরের চেয়ে নিম্নমানের কাপড়ই নিতেন কেউ তাঁর সাথে এব্যাপারে কথা বলেন তখন তিনি বললেন: আমি মুসলমানদের সম্পদ থেকে নিজের খরচের জন্য টাকা নিয়ে থাকি এবং আমার এতটকুই যথেষ্ট হয়ে যায়(তাবকাতে ইবনে সাআদ, /২৩৪)

প্রিয় ইসলামী বোনেরা! আমীরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর খাবার পোষাকের ন্যায় খরচও খুবই কম ছিলো, তিনি কখনো নিজের পদ মর্যাদার ভিত্তিতে শাহী খরচ করেননি বরং একজন সাধারণ মানুষের মতো শুধু নিজে নয় বরং নিজের পরিবারের খরচও সামান্য রেখেছিলেন

 

    কেউ এভাবে বর্ণনা করেন: আমীরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ নিজের নিজের পরিবারের জন্য দৈনিক শুধু দুই দিরহাম খরচ করতেন(তাবকাতে ইবনে সাআদ, /২৩৪)

হজ্জের খরচ

    কেউ এভাবে বলেলো যে, তিনি হজ্জের জন্য গেলেন, শুধু ১৮০ দিরহাম খরচ করেন(তাবকাতে ইবনে সাআদ, /২৩৪)

ঋণ গ্রহণ

    যখন তাঁর প্রয়োজন হতো তখন তিনি বায়তুল মাল (সরকারী কোষাগার) থেকে ঋণও নিতেন, অনেক সময় বায়তুল মালের কোষাধ্যক্ষ তাঁর নিকট আসতেন এবং ঋণ ফেরত