Farooq e Azam Ki Aajizi o Sadgi

Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi

বিনয় নম্রতার অধিকারী ছিলেনবিনয় নম্রতার এমন গুণ, যার কারণে আল্লাহ পাক বান্দাকে সম্মান উচ্চ মর্যাদা দান করেন

    হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; প্রিয় নবী, রাসূলে আবরী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক বান্দার ক্ষমা মার্জনার কারণে তার সম্মান বৃদ্ধি করে দেন আর যে ব্যক্তি আল্লাহ পাকে জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন

(মুসলিম, কিতাবুল বিররে, ১৩৯৭ পৃষ্ঠা, হাদীস ৬৯)

ফারুকে আযম মাটিতে আরাম করতেন

     হযরত সাঈদ বিন মুসাইয়িব رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: আমীরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ যখন শহর থেকে বাইরে কোথাও সফরে যেতেন তখন পথিমধ্যে বিশ্রামের জন্য মাটিতেই গাদা লাগিয়ে এতে কাপড় বিছাতেন আরাম করতেন

(মুসান্নিফ ইবনে আবী শায়বা, কিতাবুয যুহুদ, /১১৫০, হাদীস ২১)

ফারুকে আযমের হজ্জের সফর সাধারণ মুসলমানের ন্যায়

    হযরত আমের বিন রাবিয়া رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমীরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ হজ্জের জন্য মক্কা মুকাররমায় রওয়ানা হলেন তখন সম্পূর্ণ হজ্জে যেখানেই তিনি অবস্থান করছিলেন, না সেখানে তাবু লাগিয়েছে না পর্দা, শুধু এটাই করেছেন কোন গাছে চাদর বা চাঠাই রেখে দিতেন এবং এর ছায়ায় বসে যেতেন(তারিখে ইবনে আসাকির, ৪৪/৩০৫)