Farooq e Azam Ki Aajizi o Sadgi

Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi

সম্পদ এসে যায় বা কোন বড় দুনিয়াবী পদ পেয়ে যাই তবে বিনয় নম্রতা করা তো দূরের বিষয়, কারো সাথে ঠিকভাবে কথাও বলিনা, গর্ব অহঙ্কারের গভীর গর্তে পতিত হয়ে যাইঅনেকে যখন কোন বড় পদ পেয়ে যায় তখন সে শয়তানি কাজে লিপ্ত হয়ে যায়, নিজের চেয়ে নিম্ন মর্যাদার মুসলমানকে অপমান অপদস্ত করে এবং অনেক ব্যাপারে একগুঁয়েমি দেখায়

 

    অথচ যে দুনিয়াবী ধন-সম্পদ খ্যাতির মালিক, তার তো আরো বেশী সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এই দুনিয়াবী নেয়ামত তাকে অহঙ্কারের আপদে লিপ্ত করে আল্লাহ পাকে অসন্তুষ্টির কারণ না হয়ে যায় অহঙ্কার এমনি এক মন্দ স্বভাব, যার কারণে মানুষ দুনিয়া আখিরাতে অপমান অপদস্থ হয়ে যায়

    নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে, সে দোযখে যাবে না আর যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহঙ্কার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না (মুসলিম, কিতাবুল ঈমান, ৬১ পৃষ্ঠা, হাদীস ১৪৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী বোনেরা! পূর্বের ঘটনায় আমরা শুনলাম যে, হযরত জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام আমীরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর এই গুণাবলী বর্ণনা করেছিলেন যে, তিনি ন্যায় কথা বলেন, ন্যায়ের প্রতি নির্দেশনা দেন এবং ন্যায় সহকারেই এই দুনিয়া থেকে বিদায় নিবেনআসলেই তাঁর শান