Farooq e Azam Ki Aajizi o Sadgi

Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi

জামা ও তেহবন্দে তালি লাগানো

    কখনো এমনও হলো যে, তাঁর উভয় কাঁধের মাঝখানে জামায় চারটি তালি দেখা গেলো(মুসান্নিফ ইবনে আবী শায়বা, ১৯/১৩৯, নম্বর ৩৫৫৮৮) কেউ দেখলো যে, তাঁর কাপড়ের মধ্যে উপরের দিকে তিনটি তালি একই জায়গায় লাগানো ছিলো যে, একটি তালি ছিড়ে গেলে এর উপর আরেকটি লাগানো হয়েছে, কেউ দেখলো, তিনি তাঁর খেলাফতের যুগে খুতবা দিলেন এবং তখন তাঁর তেহবন্দ শরীফে ১২টি তালি লাগানো ছিলো(মিরাতুল মানাজিহ, /১০৮) কেউ দেখলো যে, তিনি খানায়ে কাবার তাওয়াফ করছেন এবং তেহবন্দে ১২টি তালি লাগানো (তাবকাতে ইবনে সাআদ, /২৫০) কেউ তাঁকে নামাযের অবস্থায় দেখলেন যে, তেহবন্দে কয়েকটি তালি লাগানো আছে এবং কোথাও কোথাও এতে চামড়াও লাগানো আছে (তাবকাতে ইবনে সাআদ, /২৫০) দুর্ভিক্ষের সময় তাঁর তেহবন্দে ১৬টি তালি দেখা গেছে

(তাবকাতে ইবনে সাআদ, /২৪৩)

দেরীতে আসায় ক্ষমা প্রার্থনা

    কখনো এমন হলো যে, তাঁর জুমার নামাযের জন্য দেরী হয়ে গেলো, যখন আসলেন তখন মানুষের কাছে ক্ষমা চেয়ে বললেন: আমার এই জামাটির কারণে দেরী হয়েছে, কেননা এটি ছাড়া আমার নিকট কোন জামা নেই(তাবকাতে ইবনে সাআদ, /২৫১)

প্রয়োজন অনুযায়ী খাবার

    হযরত ওমর رَضِیَ اللهُ عَنْہُ নিজের নিজের পরিবারের জন্য প্রয়োজন অনুযায়ীই খাবার আনতেন, গরমে একটি পোষাক