Farooq e Azam Ki Aajizi o Sadgi

Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi

চাইতেন আর পরিশোধ করার জন্য বাধ্য করতেন, অতএব তিনি رَضِیَ اللهُ عَنْہُ ঋণের টাকা নিয়ে তার নিকট পৌঁছে যেতেন, কখনো এমন হতো যে, যখন তাঁর সম্মানি দিয়ে দেয়া হতো তখন তিনি তা থেকে ঋণের টাকা ফেরৎ দিতেন

(মানাকিবে আমীরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, ১০০ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী বোনেরা! যেই সাধাসিধে জীবন যাপন বিনয় হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর মহত্বকে সমুন্নত করলো, এই যুগে তাঁর যেই যেই আচরনের উপর আমল করা আমাদের জন্য সম্ভব হয়, তা গ্রহণ করে আমরা ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর অনুসরনের বরকত লাভ করতে পারি

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী বোনেরা! আমীরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ অনেক গুণাবলীর অধিকারী ছিলেন, এমন কোন গুণ রয়েছে যা তাঁর সত্তায় পাওয়া যায় না। * তিনি খোদাভীতি অনুসারী আসল ইবাদত গুজার ছিলেন * সারা জীবন যুহুদ তাকওয়া সম্পন্ন ছিলেন * তাঁর চোখ অধিকতর খোদাভীতিতে ভেজা থাকতো
* অন্যদেরও তাকওয়া পরহেযাগারীতা শিক্ষা দিতেন * যে তাঁর সহচর্যে থাকতো সেও মুত্তাকী পরহেযগার হয়ে যেতো * অন্যদের থেকে খোদাভীতি কথা শুনতেন * শিশুদেরকে দিয়ে নিজের ক্ষমা জন্য দোয়া করাতেন * সবসময় আল্লাহ পাকে গোপন ব্যবস্থাপনার ভয়ে থাকতেন * বিনয় নম্রতা অধিকারী ছিলেন * দ্বীনের উন্নতি জন্য অসংখ্য