Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi
وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যদি আমার পর কোন নবী হতো তবে ওমর হতো। (তিরমিযী, ৫/৩৮৫, হাদীস ৩৭০৬) * ইরশাদ করেন: আমার পর ন্যায় ওমরের সাথে হবে, সে যেখানেই হোক। (মুসনাদে বাযযার, ৬/৯৮, হাদীস ২১৫৪) * ফারুকে আযম (رَضِیَ اللهُ عَنْہُ) এর ভালবাসা ঈমানের জামানত স্বরূপ। (কানযুল উম্মাল, ৭/৮, হাদীস ৩৬১১) * তিনি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবার থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হন। (বুখারী, ২/৫২৯, হাদীস ৩৪৯৩) * শয়তানও হযরত ওমর رَضِیَ اللهُ عَنْہُ কে ভয় করে। (তিরমিযী, ৩৮৭ পৃষ্ঠা, হাদীস ৩৭১১) * রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যার প্রতি হযরত ওমর (رَضِیَ اللهُ عَنْہُ) অসন্তুষ্ট হয়ে যাবে, তার প্রতি আল্লাহ পাকও অসন্তুষ্ট হয়ে যান।
(জমউল জাওয়ামেয়ে, ১/৮৩, হাদীস ৪৩৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
তাওয়াক্কুল ও অল্পেতুষ্টতার মূলমন্ত্র
প্রিয় ইসলামী বোনেরা! বয়ান শেষ করার পূর্বে তাওয়াক্কুল ও অল্পেতুষ্টতার ব্যাপারে কয়েকটি পয়েন্ট বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। প্রথমেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: অল্পেতুষ্টিতা অফুরন্ত ভান্ডার। (আয যুহুদ লিল বায়হাকী, ৮৮ পৃষ্ঠা, হাদীস ১০৪) (২) ইরশাদ করেন: নিশ্চয় সফল হয়ে গেলো ঐ ব্যক্তি, যে ইসলাম গ্রহণ করলো ও তাকে প্রয়োজন অনুযায়ী রিযিক দেয়া হলো আর আল্লাহ পাক তাকে যা কিছু দিয়েছেন তার উপর অল্পেতুষ্টতাও দান করেছেন। (মুসলিম, কিতাবুয যাকাত, ৪০৬ পৃষ্ঠা, হাদীস ২৪২৬) * মানুষ যাকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়ে যায়, তাতে সন্তুষ্ট হয়ে