Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi
জীবন অতিবাহিত করে লোভ ও লালসাকে ছেড়ে দেয়াকে অল্পেতুষ্টতা বলে। (জান্নাতী জেওর, ১৩৬ পৃষ্ঠা) * দৈনন্দিন ব্যবহার্য জিনিস না থাকাতেও সন্তুষ্ট থাকা অল্পেতুষ্টিতা। (আত তারিফাত লিল জুরজানি, ১২৬ পৃষ্ঠা) * তাওয়াক্কুলের তিনটি স্তর রয়েছে: (১) আল্লাহ পাকের পবিত্র সত্তার প্রতি ভরসা করা (২) তাঁর হুকুম অবনত মস্তকে মেনে নেয়া (৩) নিজের প্রতিটি ব্যাপার তাঁর উপর সমর্পণ করে দেয়া। (রিসালাতুল কুশাইরিয়া, ২০৩ পৃষ্ঠা) * দুনিয়াবী জিনিসে অল্পেতুষ্টতা ও ধৈর্য ভাল কিন্তু আখিরাতের বিষয়ে লোভ ও অধৈর্য হওয়া উত্তম, দ্বীনের কোন স্তরে পৌঁছে অল্পেতুষ্টতা অবলম্বন করো না, সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করো। (মিরাতুল মানাজিহ, ৭/১১২) লালসা খুবই খারাপ অভ্যাস আর খুবই মন্দ স্বভাব, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দা যে রিযিক ও নেয়ামত এবং ধন সম্পদ বা সম্মান ও মর্যাদা পেয়েছে, তাতে সন্তুষ্ট থেকে অল্পেতুষ্টতা অবলম্বন করা উচিৎ। (জান্নাতী জেওর, ১১০ পৃষ্ঠা) * যার লোভী দৃষ্টি মানুষের সম্পদকে দেখে, সে সর্বদা দুঃখীই থাকবে। (রিসালাতুল কুশাইরিয়া, ১৯৮ পৃষ্ঠা) * বালআম বিন বাউরা যে অনেক বড় আলিম ও মুসতাজাবুদ দাওয়াত ছিলো, লোভ ও লালসা তাকে দুনিয়া ও আখিরাতে ধ্বংস করে দিলো। (মলফুযাতে আলা হযরত, ৩৬৭ পৃষ্ঠা) * আল্লাহ পাক ইরশাদ করেন: ঐ ব্যক্তি আমার নিকট সবচেয়ে বেশি সম্পদশালী, যে আমার প্রদত্ত জিনিসের উপর সবচেয়ে বেশি অল্পেতুষ্টতা অবলম্বনকারী। (ইবনে আসাকির, ২১/১৩৯, নম্বর ৭৭৪০) * যদি মানুষের নিকট সম্পদের দু’টি উপত্যকাও থাকে তবে সে তৃতীয় উপত্যকার আকাঙ্ক্ষা করবে আর আদম সন্তানের পেট কবরের মাটি