Farooq e Azam Ki Aajizi o Sadgi

Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi

থাকবে, তা অপরের নিকট পৌঁছে দিয়ে ইলমে দ্বীন প্রসারের সাওয়াব অর্জন করবোاِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী বোনেরা! ইসলামী বছরের প্রথম মাস মুহাররামুল হারাম এর সাথে অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে, যেমন; এই মাসে কারবালার ঘটনাসংগঠিত হয়েছিলোহযরত মূসা عَلَیْہِ السَّلَام কে সাহায্য করা হলোফেরাউন ফেরাউনীরা ধ্বংস হলোহযরত নূহ عَلَیْہِ السَّلَام এর নৌকা জুদী পাহাড় অবস্থান করলোহযরত ইউনুস عَلَیْہِ السَّلَام মাছের পেট থেকে মুক্তি পেলোহযরত আদম عَلَیْہِ السَّلَام এর তাওবা কবুল হলো(উমদাতুল ক্বারী, /২৩৩) এছাড়াও আরো অনেক ঘটনা রয়েছে কিন্তু এর প্রথম তারিখে আমীরুল মুমিনিন, মুসলমানদের মহান খলিফা, হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর সাথেও বিশেষ সম্পর্ক রয়েছে যে, এই দিনই তিনি শহীদ হন তাই আসুন! এরই প্রেক্ষিতে আজ আমরাও আমীরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর শান, বিনয় এবং সাধাসিধে জীবন যাপনেরর ব্যাপারে শুনবোআসুন! একটি ঘটনা শুনি:

ন্যায় ও সততার আমিনের জন্য জান্নাতী মহল

    “ফয়যানে ফারুকে আযম২য় খন্ডের ১৬৯ পৃষ্ঠায় রয়েছে: আমীরুল মুমিনিন হযরত আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: একবার আমীরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর