Book Name:Farooq e Azam Ki Aajizi o Sadgi
মুসলমানদের খলিফা! আল্লাহর শপথ, তুমি আল্লাহ পাককে ভয় করতে থাকো নতুবা তিনি তোমাকে অবশ্যই আযাব দিবেন।”
(মুয়াত্তা ইমাম মালিক, ২/৪৬৯, হাদীস ১৯১৮)
প্রিয় ইসলামী বোনেরা! আমীরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ বিশাল ইসলামি সম্রাজ্যের শাসক হওয়ার পরও স্বয়ং নিজের জীবনের মানদন্ড নগন্য ও সাধাসিধে রাখেন, নির্দ্বিধায় সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করেন, তিনি নিজের জীবনকে সমৃদ্ধি, আরাম আয়েশ, সুস্বাদু খাবার এবং সুবিধাদী থেকে দূরে রেখেছিলেন। আসুন! হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর আলোকিত জীবনের এই উজ্জ্বল দিক “সাধাসিধা জীবন যাপন”র ব্যাপারে শুনি।
যখন থেকে হযরত ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে চালনি করা ছাড়াই আটার রুটি খেতে দেখেছেন, তখন থেকেই তিনিও কখনো চালনি করা আটার রুটি খাননি।
(তাবকাতে ইবনে সাআদ, ১/৩০১)
দু’টি তরকারি
কখনো এমন হলো যে, সাহেবজাদি রুটি ও ঠান্ডা ঝোলের মধ্যে যায়তুল মিশিয়ে তাঁর খেদমতে উপস্থাপন করলেন তখন তিনি বললেন: এক পাত্রে দু’টি তরকারি? আমি এটি কখনো স্বাদ নিয়ে দেখবো না।
(তাবকাতে ইবনে সাআদ, ৩/২৪৩)