Book Name:Khai Walon Ka Waqia
মানবে না, তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। বাদশাহর এই আদেশটিও পালন করা হলো। মানুষদেরকে এই আগুনে নিক্ষেপ করতে লাগলো, এক পর্যায়ে এক মহিলা এলো, তার কোলে একটি ছোট্ট শিশু ছিল, সেই ঈমানদার মহিলার তো নিজের জন্য কোন বিপদ ছিল না, কিন্তু মায়ের মমতা উদ্বেলিত হলো এবং সেই মা নিজের সন্তানকে দেখে কিছুটা দ্বিধায় পরলো (আগুনে লাফিয়ে পড়তে কিছুটা দ্বিধা করলো), তখন শিশুটি বললো: মা! ধৈর্য ধরো....! চিন্তিত হয়ো না, নিশ্চয় তুমি সত্য দ্বীনের উপর রয়েছো। (মুসলিম, কিতাবুয যুহুদ ওয়ার রিকাক, পৃষ্ঠা: ১১৪৫, হাদীস: ৩০০৫) অবশেষে সেই শিশু এবং তার মাকেও আগুনে নিক্ষেপ করা হলো।
(তাফসীরে সীরাতুল জিনান, পারা ৩০, সূরা: বুরূজ, ৪-৭নং আয়াতের পাদটীকা, পৃষ্ঠা: ৬০৫)
বর্ণনা অনুযায়ী, অত্যাচারী বাদশাহর এই অত্যাচারে আল্লাহ পাকের ক্রোধ প্রকাশ পেলো এবং দেখতে দেখতেই সেই আগুন, যা বাদশাহ ঈমানদারদের পোড়ানোর জন্য প্রজ্বলিত করেছিল, তা গর্তের প্রান্ত থেকে বেরিয়ে এলো এবং সেই অত্যাচারীদের পুড়িয়ে ছাই করে দিলো। (তাফসীরে বাগভী, পারা ৩০, সূরা বুরূজ, ৫নং আয়াতের পাদটীকা, ৪/৫৯০)
কুরআনের ঘটনা থেকে অর্জিত শিক্ষা
প্রিয় ইসলামী ভাইয়েরা! একটি কুরআনি ঘটনা আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। যেমন:
(১) মুসলমান ও পরীক্ষা
এই ঘটনা থেকে জানা গেলো যে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানদারদের পরীক্ষা নেয়া হয়। সফল মুসলমান সেই ব্যক্তি, যে পরীক্ষায় ধৈর্য এবং কৃতজ্ঞতা সহকারে অটল থাকে।
এটি একটি বড় শিক্ষা। আমাদের সমাজে অনেক মানুষ এরূপ মনে করে থাকে, অনেক সময় প্রশ্নও করে যে, আমরা