Khai Walon Ka Waqia

Book Name:Khai Walon Ka Waqia

সবই আল্লাহ পাকের পক্ষ থেকে আসা পরীক্ষা, যার মাধ্যমে মুখলিস মুনাফিকদের মধ্যে পার্থক্য হয়ে যায়

(তাফসীরে সীরাতুল জিনান, পারা: ২০, সূরা আনকাবুত, ২নং আয়াতের পাদটীকা, /৩৪২)

পরীক্ষা প্রিয়জনদের উপরই আসে

      হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: বড় সাওয়াব, বড় বিপদের সঙ্গে থাকে আর যখন আল্লাহ পাক কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় লিপ্ত করেন, ব্যস যে ব্যক্তি এতে সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি আর যে অসন্তুষ্ট হয়, তার জন্য অসন্তুষ্টি

(ইবনে মাজাহ, কিতাবুল ফিতন, পৃষ্ঠা: ৬৫১, হাদী: ৪০৩১)

পরীক্ষা আসাও রহমত স্বরূপ

      প্রিয় ইসলামী ভাইয়েরা! এই পর্যায়ে একটি ব্যাখ্যা করে দিই: দুনিয়ায় ঈমানদারদের উপর যেসব কষ্ট ও পরীক্ষা আসে, তাও মূলত আল্লাহ পাকের রহমত স্বরূপ এই ব্যাপারে একটি ঈমান উদ্দীপক বর্ণনা শুনুন! বর্ণিত আছে: দুইজন ফেরেশতা ছিল, একজন আকাশ থেকে পৃথিবীর দিকে আসছিলো, আরেকজন পৃথিবী থেকে আকাশের দিকে যাচ্ছিলো দু'জনের মধ্যে সাক্ষাৎ হলো। এক ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করলো: আপনি কোথা থেকে আসছেন? অন্যজন বললো: অমুক শহরে একজন অমুসলিম বাস করে, সে খুবই অসুস্থ ছিল, তার মৃত্যুর সময় প্রায় এসে গেছে। এই অমুসলিম যত ভালো কাজ করেছে, তার সব প্রতিদান দুনিয়ায় তাকে দিয়ে দেয়া হয়েছে (তাই আখিরাতের জন্য তার কোনো ভালো কাজ অবশিষ্ট নেই, যার বদলে তাকে কিয়ামতের দিন কোনো প্রতিদান দেয়া হবে)তবে হ্যাঁ, একটি ভালো কাজ বাকি ছিল। জীবনের শেষ মুহূর্তে সেই অমুসলিম