Book Name:Khai Walon Ka Waqia
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সূরা বুরূজের সংক্ষিপ্ত পরিচিতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! সূরা বুরূজ পবিত্র কুরআনের একটি ছোট সূরা, যা ৩০তম পারায়ে রয়েছে। এতে মাত্র ১টি রুকু এবং ২২টি আয়াত রয়েছে। ‘বুরূজ’ শব্দের অর্থ হলো নক্ষত্রের অবস্থান বা মঞ্জিল। এই পবিত্র সূরার শুরুতে নক্ষত্র বিশিষ্ট আসমানের উল্লেখ রয়েছে, যার কারণে এটি ‘সূরা বুরূজ’ নামে পরিচিত হয়েছে। এই সূরার শুরুতে একটি শিক্ষণীয়, উপদেশমূলক এবং ঈমান উদ্দীপক ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন:
قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ(۴) النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ(۵) اِذْ هُمْ عَلَیْهَا قُعُوْدٌۙ(۶) وَّ هُمْ عَلٰى مَا یَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِیْنَ شُهُوْدٌؕ(۷) وَ مَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ یُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِیْزِ الْحَمِیْدِۙ(۸)
(পারা ৩০, সূরা বুরুজ, আয়াত ৪-৮)