Book Name:Khai Walon Ka Waqia
কানযুল ঈমানের অনুবাদ: কুণ্ড-অধিপতিদের উপর অভিশাপ হোক! ঐ প্রজ্জ্বলিত আগুনের অধিপতিগণ, যখন তার কিনারায় বসেছিলো; এবং তারা নিজেরাই সাক্ষী রয়েছে (সে সম্পর্কে) যা কিছু তারা মুসলমানদের সাথে করছিলো। এবং তাদের নিকট মুসলমানদের খারাপ লেগেছে এটা নয় কি যে, তারা ঈমান এনেছে আল্লাহ্ মহা সম্মানিত, সমস্ত প্রশংসায় প্রশংসিতের উপর?
খাদ (গর্ত) ওয়ালাদের ঘটনা
এই আয়াতগুলোতে খাদ ওয়ালাদের ঘটনা উল্লেখ করা হয়েছে। তারা কারা? তাদের ঘটনা কী? এর বিস্তারিত হাদীসের প্রসিদ্ধ কিতাব মুসলিম শরীফে রয়েছে। হাদীসে পাকটি অনেক দীর্ঘ, এর সংক্ষিপ্ত বিবরণ হলো যে, পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে এক বাদশাহ ছিল, যে নিজেকে খোদা দাবী করত। লোকেরা তাকে তাদের খোদা মান্য করত এবং তার পূজা করত। আল্লাহ পাক ওই জাতিকে হেদায়েত প্রদান করলেন, অতএব আল্লাহ পাক সেই জাতির এক যুবককে হেদায়েত দান করলেন, তার একজন নেক ঈমানদার ব্যক্তির সাহচর্য লাভ হয়, যার বরকতে সে কালেমা পাঠ করে সত্য দ্বীনের অনুসারী হয়ে গেলো। আল্লাহ পাক এই যুবককে উচ্চ মর্যাদা দান করলেন, তাকে তাঁর বেলায়তের মুকুট পরিধান করালেন এবং তার হাত থেকে কারামত প্রকাশ হতে লাগলো, তার দোয়ার বরকতে অন্ধ এবং কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করতে লাগলো, কিছুদিনের মধ্যেই তার খ্যাতি বাদশাহ পর্যন্ত পৌঁছে গেলো। এখন কি হলো, বাদশাহর সেই মিথ্যা খোদা দাবী, আর তার সকল ভণ্ডামি বিপদের মুখে পড়ে গেলো। যদি এই ওলী আল্লাহর দোয়া দ্বারা অন্ধরা আরোগ্য লাভ করে তবে বাদশাহর খোদা দাবী কে মান্য করবে। অতএব বাদশাহ এই আল্লাহর ওলীকে হত্যা করার অনেক চেষ্টা করলো,