Book Name:Khai Walon Ka Waqia
প্রিয় ইসলামী ভাইয়েরা! আশিকানে রাসূলের সাহচর্যে থাকাও ইশকে রাসূল বৃদ্ধির একটি মাধ্যম। তাই আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, ১২টি দ্বীনি কাজে বেশি বেশি অংশগ্রহণ করুন। اِنْ شَآءَ الله অন্তর আলোকিত হবে, ইশকে রাসূল নসীব হবে, আল্লাহর ভালোবাসা নসীব হবে এবং দ্বীন ও দুনিয়ার অগণিত কল্যাণ অর্জিত হবে। দাওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো: মাদানী মুযাকারা।
আমীরে আহলে সুন্নাত মাওলানা ইলইয়াস আত্তার ক্বাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতি শনিবার রাতে ইশার নামাযের পর মাদানী চ্যানেলে সরাসরি প্রশ্ন-উত্তরের অনুষ্ঠান করে থাকেন। আপনারাও মাদানী চ্যানেলে নিয়মিতভাবে মাদানী মুযাকারা দেখার ও শোনার চেষ্টা করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সদ্ব্যবহার সম্পর্কে মাদানী ফুল
প্রিয়
ইসলামী ভাইয়েরা!
আসুন সদ্ব্যবহার
সম্পর্কে কিছু
মাদানী ফুল শোনার
সৌভাগ্য অর্জন
করি। প্রথমে
প্রিয় মুস্তফা صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم
এর ২টি বাণী লক্ষ্য
করুন: (১) ইরশাদ হচ্ছে:
প্রতিটি সদ্ব্যবহারই
সদকা, তা
ধনীর সাথে হোক
বা ফকিরের সাথে। (মাজমাউয
যাওয়ায়িদ, কিতাবুয
যাকাত, ৩/৩৩১, হাদীস: ৪৭৫৪) (২) ইরশাদ
হচ্ছে:
যে আল্লাহ ও কিয়ামতের
ওপর ঈমান রাখে,
তার উচিত যেন সে
আত্মীয়তার সম্পর্ক
রক্ষা করে। (বুখারী,
৪/১৩৬,
হাদীস: ৬১৩৮)
* কুরআন ও
হাদীসে ব্যাপকভাবে
আত্মীয়-স্বজন এবং
নিকটাত্মীয়দের
সাথে সদ্ব্যবহার
করার নির্দেশ রয়েছে। (রদ্দুল
মুহতার, ৯/৬৭৮)
* সদ্ব্যবহার
করার ক্ষেত্রে
পিতা-মাতার মর্যাদা
সবার ঊর্ধ্বে। (রদ্দুল
মুহতার, ৯/৬৭৮)
* সদ্ব্যবহারের
বিভিন্ন রূপ রয়েছে;
যেমন;