Khai Walon Ka Waqia

Book Name:Khai Walon Ka Waqia

অলসতা, . মদ্যপান, . মা-বাবার অবাধ্যতা, . মুসলমানদের কষ্ট দেওয়া (শরহুস সুদুর, ১০ম অধ্যায়, পৃষ্ঠা: ২৮)

() মাছ বৃদ্ধাঙ্গুলে কামড় দিলো

      প্রিয় ইসলামী ভাইয়েরা! অন্যদের কষ্ট দেয়া এত বড় গুনাহ যে, এর ফলে আল্লাহ পাকের ক্রোধ জেগে ওঠে এবং অনেক সময় এই মারাত্মক গুনাহের শাস্তি দুনিয়াতেই দিয়ে দেয়া হয়। হযরত ইমাম মুহাম্মদ বিন আহমদ যাহাবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: জনৈক বুযুর্গ এক ব্যক্তিকে দেখলেন যার হাত কাঁধ থেকে কাটা ছিলো এবং সে ঘোষণা করছিলো; যারা আমাকে দেখছো তারা যেন কারো উপর অত্যাচার না করে। আমি তার থেকে পুরো ঘটনাটা জিজ্ঞাসা করলাম, তখন সে বললো: আমার ব্যাপারটি খুবই অদ্ভুত, আমি দুশ্চরিত্র লোকদের সঙ্গী ছিলাম। একদিন আমি একজন জেলে থেকে মাছ ছিনিয়ে নিলাম এবং বাড়ির দিকে চলে গেলাম। পথে মাছটি আমার বৃদ্ধাঙ্গুলে কামড় দিলো যেভাবেই হোক, আমি বাড়িতে পৌঁছালাম এবং মাছটিকে একপাশে ছুড়ে মারলাম। আঙুলের ব্যথা ও যন্ত্রণার কারণে আমি সারারাত ঘুমাতে পারলাম না। সকালে আমি ডাক্তারের কাছে গেলাম এবং তাকে আমার ক্ষত হাত দেখালাম। তিনি বললেন যে, বৃদ্ধঙ্গুল কেটে ফেলতে হবে। আমি আমার বৃদ্ধাঙ্গুলটি কাটিয়ে দিলাম। তারপর একদিন আমার হাতে আঘাত লাগল, ফলে পুরানো ক্ষত আবার নতুন হয়ে গেল, আমি প্রচণ্ড কষ্ট পেতে লাগলাম। আমি ডাক্তারের কাছে গেলাম, তিনি হাত কাটার কথা বললেন, আমি কেটে দিলাম কিন্তু ব্যথা পুরো হাতেও ছড়িয়ে পড়ল। আমি অত্যন্ত কষ্টে ছিলাম, কোনও মুহূর্ত শান্তি পাচ্ছিলাম না। ফলে প্রথমে কনুই পর্যন্ত এবং তারপর কাঁধ পর্যন্ত হাত কেটেছে। কিছু মানুষ আমার কষ্ট শুরু হওয়ার কারণ