Khai Walon Ka Waqia

Book Name:Khai Walon Ka Waqia

ভাইকে রহমতের দৃষ্টিতে দেখা সাওয়াবের কাজ, কেননা আল্লাহ পাক তাকে অনুগ্রহের দৃষ্টিতে দেখবেন (মিরআতুল মানাজি, /৩৬৯, ৩৭০)

      প্রিয় ইসলামী ভাইয়েরা! লক্ষ্য করুন! কত চমৎকার বিষয়, আমরা কারও দিকে তাকালাম আর তার খারাপ লাগল, কষ্ট হলো, আমাদেরকে এর অনুমতিও দেওয়া হয়নি হায়! আমরা যদি অন্যদের কল্যাণকামী, নিজেদের মুসলমান ভাইদের সাথে ভালোবাসা পোষণকারী, নেককার, সহানুভূতিশীল এবং দয়ালু মুসলমান হতে সক্ষম হতাম

বালকের পায়ের ওপর পা পড়ে গেল

      হযরত মিসআর বিন কিদাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত: একদিন আমরা ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে কোনো এক স্থান দিয়ে যাচ্ছিলাম তখন অমনোযোগী অবস্থায় ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মোবারক পা এক বালকের পায়ের ওপর পড়ে গেল বালকের চিৎকার বেরিয়ে এল এবং তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এল: یَا شَیْخُ اَلَا تَخَافُ الْقِصَاصَ یَوْمَ الْقِیَامَۃِ! অর্থাৎ জনাব! আপনি কি কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নেওয়া প্রতিশোধকে ভয় পান না? একথা শোনা মাত্রই ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাঝে কম্পন শুরু হয়ে গেল এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন যখন কিছু সময় পর জ্ঞান ফিরল তখন আমি আরয করলাম যে, একটি ছেলের কথায় আপনি এতটা ঘাবড়ে গেলেন কেন? তিনি বললেন: কে জানে, হয়তো তার আওয়াজ অদৃশ্য হেদায়েত ছিল

(আল মানাকিব লিল মুওয়াফফাক্ব, খণ্ড: , পৃষ্ঠা: ১৪৮)

মন্দ পরিণতির ৪টি কারণ

      শরহুস সুদুরে রয়েছে: কোনো কোনো লামায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام বলেন: মন্দ পরিণতির ৪টি কারণ রয়েছে: ১. নামাযে