Book Name:Narmi Kaesay Paida Karen?
নম্রতার গুরুত্ব
প্রিয় ইসলামী ভাইয়েরা! যেমনিভাবে স্বর্ণ নরম হয়ে অলঙ্কার হয়, লোহা নরম হয়ে হাতিয়ার হয়ে যায় এবং মাটি নরম হয়ে ক্ষেত খামারের সতেজতার কারণ হয়, তেমনিভাবে ইসলামী শিক্ষা অনুযায়ী করা “নম্রতা” এমনি একটি গুণ, যার কারণে মানুষের মাঝে দয়া, স্নেহ, সহজতা, ক্ষমা এবং সহনশীলতার ন্যায় উত্তম গুণাবলী সৃষ্টি হয়ে যায়। আসুন উৎসাহ গ্রহণার্থে নম্রতার ফযিলত সম্বলিত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তিনটি বাণী শ্রবণ করি:
১. ইরশাদ হচ্ছে: হে আয়েশা (رَضِیَ اللهُ عَنْہَا)! আল্লাহ পাক হলেন রফিক অর্থাৎ নম্রতাকে পছন্দ করেন, আল্লাহ পাক নম্রতার কারণে সেই জিনিস দান করেন, যা কঠোরতা বা অন্য কোন কারণে দান করেন না।
(মুসলিম, কিতাবুল বিররে ওয়াস সিলাতি ওয়াল আদব, ১০৭২ পৃষ্ঠা, হাদিস -৬৬০১)
২. ইরশাদ হচ্ছে: নম্রতা যে জিনিসেই হয়ে থাকে, তা তাকে সুন্দর বানিয়ে দেয় এবং যে জিনিস থেকে নম্রতা বের করে দেয়া হয়, তা কুৎসিত করে দেয়।
(মুসলিম, কিতাবুল বিররে ওয়াস সিলাতি ওয়াল আদব, ১০৭৩ পৃষ্ঠা, হাদিস -৬৬০২)
৩. ইরশাদ হচ্ছে: মুমিন সহজতা প্রদানকারী নম্র হয়ে থাকে, যেমনটি নাক ফুরানো উটের ন্যায়, টানা হলে তবে টানা যায় আর মাঠে বসানো হলে তবে বসে যায়।
(মিশকাতুল মাসাবিহ, কিতাবুল আদাব, ৩/২৩০, হাদিস- ৫০৮৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, নম্রতার কিরূপ গুরুত্ব রয়েছে। নম্রতা আল্লাহ পাকের খুবই পছন্দ, যে জিনিসে নম্রতা থাকে তাকে সৌন্দর্য্য প্রদান করেন আর যে ব্যক্তি নম্রতার মতো সুন্দর গুণ থেকে বঞ্চিত হয়, সে সর্বদা রাগান্বিত থাকে, কথায় কথায় অপরকে ধমকায়, ভুল করা ব্যক্তিকে সবার