Book Name:Narmi Kaesay Paida Karen?
পাকের যিকির ছাড়া বেশি কথাবার্তা বলা অন্তরের কঠোরতার কারণ। আর কঠিন হৃদয়ের ব্যক্তি আল্লাহ পাক থেকে অনেক দূরে থাকে।
(তিরমিযী, কিতাবুয যুহুদ, ৬২-বাবু মিনহা, ৪/১৮৪, হাদিস-২৪১৯)
(২) গুনাহের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করুন!
অন্তরের নম্রতার জন্য অধিকহারে নেক আমল করুন এবং ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন, কেননা গুনাহ করলে অন্তর শক্ত হয়ে যায়। সুতরাং অন্তরে নম্রতা সৃষ্টি করার জন্য আল্লাহ পাকের ভয় সৃষ্টি করুন এবং গুনাহের কারণে হওয়া আখিরাতের কষ্ট ও আযাবকে স্মরণ করুন, اِنْ شَآءَ الله অন্তরের কঠোরতা দূর হয়ে যাবে।
(৩) ক্ষমা করার অভ্যাস গড়ুন!
নিজের মাঝে নম্রতা সৃষ্টি করার জন্য নিজেকে এই বিষয়ে অভ্যস্ত করুন যে, যখনই কারো জানা অজানায় কোন কষ্ট পেয়ে যান তবে ইটের জবাব পাথর দিয়ে দেয়ার পরিবর্তে রাগকে সংবরণ করে ক্ষমা করে দিন এবং এই মূলনীতি মনে গেঁথে রাখুন যে, যদি আবর্জনা কোন কিছুতে লেগে যায় তবে তা পানি দ্বারা পবিত্র করা হয়, আবর্জনা দিয়ে নয়, যদি আমরা সেই আবর্জনাকে আবর্জনা দিয়ে পাক করার চেষ্টা করি তবে তা পাক হওয়ার পরিবর্তে আরো নাপাক হয়ে যাবে। অনুরূপভাবে কেউ আমাদের সাথে অজান্তে (Unknowingly) খারাপ ব্যবহার করলো আর আমরা এর প্রতিত্তোরে তার সাথে তেমনই আচরণ করি বা তার চেয়েও বেশি খারাপ আচরণ করি তবে বিষয়টি শেষ হওয়ার পরিবর্তে আরো বেশি বিগড়ে যাবে এবং শত্রুতা ও লড়াই ঝগড়া পর্যন্ত পৌঁছে যেতে পারে। তবে হ্যাঁ! যদি তার সহিত নম্র ও ভালবাসাপূর্ণ আচরণ করা হয় এবং তার ভুলকে বাদ দিয়ে ক্ষমা করে দেয়া যায় তবে اِنْ شَآءَ الله এর ভাল (Positive) ফলাফল দেখে আপনার অন্তর শীতল হয়ে যাবে।