Book Name:Narmi Kaesay Paida Karen?
নিকট পৌঁছেন। সুন্নাতের পরিপূর্ণ অনুসারী শ্মশ্রুমন্ডিত দাড়ি বিশিষ্ট মুসলমান মুবাল্লিগকে দেখে তগোদার তাঁকে তামাশার ছলে বললো: ‘মিঞা! এটা বলোতো দেখি তোমার দাড়ি উত্তম, না আমার কুকুরের লেজ উত্তম? কথাটি যদিও রাগান্বিত করার জন্য ছিলো, কিন্তু সেই বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন একজন অভিজ্ঞ মুবাল্লিগ। সুতরাং তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অত্যন্ত বিনয়ের সাথে বললেন: “আমিও আমার সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ পাকের কুকুর। যদি আত্মত্যাগ ও বিশ্বস্থতার মাধ্যমে আমি তাঁর সন্তুষ্টি অর্জনে সফল হই তাহলে আমি উত্তম। অন্যথায় আপনার কুকুরের লেজই আমার চেয়ে উত্তম, কেননা সে আপনার প্রতি অনুগত ও বিশ্বস্ত। এজন্যই যে, তিনি একজন আমলদার মুবাল্লিগ ছিলেন, গীবত, চুগলখোরী, অপরের সমালোচনা, নিন্দা গালিগালাজ ও অশ্লীল কথাবার্তা ইত্যাদি থেকে দূরে ছিলেন এবং আপন জিহ্বাকে সর্বদা আল্লাহর যিকিরে লিপ্ত রাখতেন। সুতরাং তাঁর মুখ থেকে নির্গত মধুর বাণী প্রভাব বিস্তারকারী তীর হয়ে তগোদারের অন্তরে বিদ্ধ হয়। যখন তগোদার তার কটাক্ষ মূলক কথার উত্তরে সেই আমলদার মুবাল্লিগের পক্ষ থেকে সুগন্ধময় মাদানী ফুল উপহার পেলো, তখন তার অন্তর একেবারে বিগলিত হয়ে গেল। তাগোদার অত্যন্ত নম্র ভাষায় সেই বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে বললো: আপনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমার মেহমান, আমার এখানেই আপনি অবস্থান করবেন। এভাবেই তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার নিকটই অবস্থান করতে লাগলেন। তগোদার প্রতিদিন রাতে তাঁর খেদমতে উপস্থিত হতেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তগোদারকে অত্যন্ত স্নেহ-মমতার সহিত নেকীর দাওয়াত দিতে থাকেন। তাঁর নিরলস প্রচেষ্টার ফলে তগোদারের অন্তরে মাদানী পরিবর্তন সাধিত হলো। তার অন্তর সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠলো। যেই তাগোদার গতকালও ইসলামের অস্তিত্বকে দুনিয়া থেকে বিলীন করে দেয়ার জন্য তৎপর ছিলো,