Narmi Kaesay Paida Karen?

Book Name:Narmi Kaesay Paida Karen?

সে আজ ইসলামের নিবেদিত প্রাণ ব্যক্তিতে পরিণত হয়ে গেলো, সে আমলদার মুবাল্লিগের হাতে তাগোদার তার সমস্ত তাতার সম্প্রদায়সহ মুসলমান হয়ে গেলো, ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আহমদ ইতিহাস সাক্ষী একজন মুবাল্লিগের মিষ্ট ভাষার বরকতে মধ্য এশিয়ার রক্ত পিপাসু তাতারী রাজত্ব ইসলামী সাম্রাজ্যে রূপান্তরিত হয়ে গেলো (গীবত কি তাবাকারীয়া, ১৫৫-পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মিষ্ট ভাষা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো, আমাদের বুযুর্গানে দ্বীন رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن প্রতিপক্ষের কটাক্ষ কঠোর বাক্য শুনেও কখনো রাগ করতেন না বরং ধৈর্য্য সহনশীলতা অবলম্বন করে উত্তম চরিত্র প্রদর্শন করতেন, এই কারণেই তো, তাঁদের বাণী প্রতিপক্ষের অন্তরে বসে যেতো মনে রাখবেন! মিষ্ট ভাষায় কোন কিছু ব্যয় হয় না কিন্তু এর উপকারিতা অনেক হয়, আর কড়া বাক্য ব্যবহারে নিতান্তই ক্ষতিই ক্ষতি

   

    কেউ খুবই অনন্য কথা বলেছেন যে, তোতা পাখি মরিচ খেয়েও মিষ্ট ভাষাই বলে আর মানুষ মিষ্টান্ন খেয়েও কড়া কথা বলে

    এটাই বাস্তবতা যে, স্বভাব বিরুদ্ধ কথা শুনলে রাগ এসে যায় কিন্তু এতে উত্তেজিত হওয়ার পরিবর্তে ঠান্ডা মাথায় ধৈর্য্য সহনশীলতার আঁচল ছেড়ে দেয়াতে কোন উপকার অর্জিত হয়না আসুন! এসম্পর্কে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মুবারক জীবনীর একটি ঘটনা শ্রবণ করি

অনন্য সহনশীলতা প্রদর্শন

    এটা তখনকার কথা যখন আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা দাওয়াতে ইসলামীর প্রথম মাদানী মারকায গুলযারে হাবীব মসজিদ