Narmi Kaesay Paida Karen?

Book Name:Narmi Kaesay Paida Karen?

একথা শুনে হামান বলতে লাগলো: আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম (কিন্তু এটা কি!) তুমি হলে রব আর বান্দা হয়ে যেতে চাও, তুমি হলে মাবুদ আর আবিদ হওয়ার বাসনা করছো? ফেরআউন বললো: তুমি ঠিক বলেছো (আর এভাবে সে, ঈমান আনয়ন করা থেকে বঞ্চিত রইলো) 

(তাফসীরে খাযিন, /২৫৪, সূরা ত্বহা, ৪৪ নং আয়াতের পাদটিকা)

আল্লাহর রহমতের ঝলক

    প্রিয় ইসলামী ভাইয়েরা! তাফসীরে সিরাতুল জিনানে লিপিবদ্ধ রয়েছে: এই আয়াতে আল্লাহ পাকের রহমতের ঝলকও পরিলক্ষিত হয় যে, আপন দরবার থেকে পলাতক অবাধ্যদের সাথে কিরূপ নম্রতা প্রদর্শন করেছেন এবং যখন আপন অবাধ্য বান্দার সহিত তাঁর নম্রতার এই অবস্থা তখন অনুগত বান্দার সহিত তাঁর নম্রতা কীরূপ হবে? হযরত ইয়াহইয়া বিন মুয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সামনে যখন এই আয়াত তিলাওয়াত করা হলো তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কাঁদতে লাগলেন এবং আরয করলেন: (হে দয়ালু রব!) এটা তোমার সেই বান্দার সাথে নম্রতা প্রদর্শন, যে বলে: আমিই মাবুদ , তাহলে তোমার সেই বান্দার প্রতি কীরূপ নম্রতা হবে যে বলে: কেবল তুমিই আমার রব আর তোমার ওই বান্দার প্রতি এমন নম্রতা যে বলে আমি তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট রব, তাহলে ওই বান্দার প্রতি তোমার নম্রতার অবস্থা কীরূপ হবে, যে বলে: আমার রব হলো সেই, যিনি সবচেয়ে উৎকৃষ্ট (সীরাতুল জিনান, /২০২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নম্রতার ফযিলত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উচিৎ যে, যখন কাউকে নেকীর দাওয়াত দেয়ার সুযোগ হয় তখন মমতা, ভালবাসা ও নম্রতার সহিত দাওয়াত দিন, এইভাবে দাওয়াত দেয়ার বরকতে اِنْ