Narmi Kaesay Paida Karen?

Book Name:Narmi Kaesay Paida Karen?

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    হে আশিকানে রাসূল! মনে রাখবেন! নম্রতা রব তায়ালার একটি অনেক উত্তম নেয়ামত, যে সৌভাগ্যবান মুসলমানকে এই নেয়ামত দান করা হয়, তার চরিত্র উত্তম হয়ে যায় এবং মানুষও এরূপ ব্যক্তিকে ভালবাসে কাজেই আসুন! আজকের এই সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় আমরা নম্রতা (Politness) সম্পর্কে কিছু ঘটনাবলী, কাহিনী এবং হাদিস শরীফ শ্রবণ করবো আসুন! প্রথমেই নম্রতা সম্পর্কে একটি ঈমানোদ্দীপক ঘটনা শ্রবণ করি

তাওরাতের আলিমের ইসলাম কবুল

    হযরত যায়িদ বিন সাআনা رَضِیَ اللهُ عَنْہُ যে পূর্বে একজন ইহুদী আলিম ছিলেন, সে হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে কিছু খেজুর কিনেছিলেন। খেজুর দেয়ার আরো ২ বা ৩ দিন বাকী ছিলো, এমন সময় সে মানুষে ভরা মজলিসে হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট কঠোরভাবে দাবী করলো এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ