Book Name:Narmi Kaesay Paida Karen?
وَسَلَّم এর চাদর ধরে অত্যন্ত রাগান্বিত চোখে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দিকে তাকালো। এই দৃশ্য দেখে আমীরুল মুমিনীন হযরত ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত রাগান্বিত দৃষ্টিতে ক্রদ্ধ হয়ে বললেন: হে আল্লাহ পাকের শত্রু ! তুমি আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে এমনভাবে বেয়াদবী করেছো? আল্লাহর কসম! যদি রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এখানে না থাকতেন তবে আমি এখনই তলোয়ার দিয়ে তোমার গর্দান উড়িয়ে দিতাম। একথা শুনে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হে ওমর! (رَضِیَ اللهُ عَنْہُ) তুমি কি বলছো? তোমার তো উচিৎ ছিলো যে, আমাকে হক আদায়ে উদ্ভুদ্ধ করে এবং তাকে নম্রতার সহিত তাগাদা দেয়ার উপদেশ দিয়ে আমাদের দু’জনকেই সাহায্য করা। অতঃপর হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আদেশ দিলেন: হে ওমর! (رَضِیَ اللهُ عَنْہُ) তাকে তার দাবী অনুযায়ী খেজুর দিয়ে দাও এবং আরো কিছু বেশীও দিয়ে দাও! আমিরুল মুমিনীন হযরত ওমর رَضِیَ اللهُ عَنْہُ যখন তাকে তার দাবীর চেয়ে বেশী খেজুন দিলেন তখন যায়িদ বিন সাআনা বললো: হে ওমর رَضِیَ اللهُ عَنْہُ! আমার দাবীর চেয়ে বেশী কেন দিচ্ছো? তিনি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: যেহেতু আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তোমাকে ভীত করেছি, তাই হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তোমার মনতুষ্টির জন্য তোমার দাবীর চেয়ে বেশি দেয়ার জন্য আমাকে আদেশ দিয়েছেন।
একথা শুনে যায়িদ বিন সাআনা বললো: হে ওমর! তুমি কি আমাকে চিনো? আমি হলাম যায়িদ বিন সাআনা। তিনি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: তুমি কি সেই যায়িদ বিন সাআনা, যে তাওরাতের অনেক বড় আলিম? সে বললো: জি হ্যাঁ। একথা শুনে আমীরুল মুমিনীন হযরত ওমর رَضِیَ اللهُ عَنْہُ বললেন: তবে তুমি রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে এমন বেয়াদবী কেন করলে? তখন যায়িদ বিন সাআনা উত্তরে বললো: হে ওমর (رَضِیَ اللهُ عَنْہُ)! আসলে বিষয়টা হলো