Narmi Kaesay Paida Karen?

Book Name:Narmi Kaesay Paida Karen?

পর্দার অনুসারী করতে চাই তবে নিজের মাঝে নম্রতা সৃষ্টি করতে হবে, যদি নিজের সন্তানকে নামাযী বানাতে চাই তবে নিজের মাঝে নম্রতা সৃষ্টি করতে হবে, যদি বন্ধুদেরকে মন্দ আমল থেকে বিরত রাখতে চাই তবে নিজের মাঝে নম্রতা সৃষ্টি করতে হবে, যদি নিজের অফিসের সবাইকে সুন্নাতে ভরা ইজতিমায় আনতে চাই তবে নিজের মাঝে নম্রতা সৃষ্টি করতে হবে, যদি নিজের অধিনস্তদেরকে নিজের মত করতে চাই তবে নিজের মাঝে নম্রতা সৃষ্টি করতে হবে, যদি কাফেলা, ৭২টি নেক আমল, প্রাপ্ত বয়ষ্কদের মাদরাসাতুল মদীনা এবং অন্যান্য দ্বীনি কাজের জন্য ইসলামী ভাইদের মন-মানসিকতা বানাতে চাই তবে নিজের মাঝে নম্রতা সৃষ্টি করতে হবে হে আল্লাহ! তোমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুচকী হাসির সদকায় আমাদেরকে নম্রতা দান করো

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

    হে আশিকানে রাসূল! এই বিষয়টি মনে গেঁথে রাখবেন! যারা কঠোর স্বভাবের হয়ে থাকে, লোকেরা তাদের কাছে আসা এবং তাদের সাথে কথা বলতে কুন্ঠাবোধ করে, এরূপ কঠোর স্বভাবের মানুষকে সমাজে সম্মানের চোখে দেখা হয় না, তাদের পেছনে কিছুটা এরূপ কথা বলা হয়, যেমন; “ভাই! অমুক থেকে দূরে থেকো, খুবই কড়া স্বভাবের লোক”, “সামান্য কথাতেই সবার সামনে অপদস্ত করে দেয়”, “সর্বদা রাগে মুখ ফুলিয়ে থাকে”, “তার ভয়ে (fear) তার পরিবারের সবাই তার প্রতি অসন্তুষ্ট থাকে” ইত্যাদি। একটু ভাবুন তো! আমাদের সম্পর্কেও মানুষের এরূপ অভিমত নেই তো? নাকি আমরাও মানুষের সাথে বিনা কারণে কঠোরতা দেখিয়ে অতিষ্ট করছি নাতো? আমাদের সন্তানরাও আমাদের স্নেহ ও ভালবাসা থেকে বঞ্চিত নয় তো? যদি এরূপ