Narmi Kaesay Paida Karen?

Book Name:Narmi Kaesay Paida Karen?

গুলশানে শফী উকারভী (সোলযার বাজার) করাচীতে হতো আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ইজতিমায় অংশগ্রহণের জন্য ইসলামী ভাইদের সাথে যখন একটি সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন এক যুবক যে সিনেমার টিকেট নেয়ার জন্য লাইনে (Line) দাঁড়িয়ে ছিলো, সে উচ্চস্বরে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কে উদ্দেশ্য করে বললো: মাওলানা খুবই সুন্দর ছবি লেগেছে, এসে দেখে যাও (مَعَاذَ الله)আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর সাথে থাকা ইসলামী ভাইয়েরা রাগের বশে কিছু বলার পূর্বে তিনি دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিজেই উচ্চস্বরে সালাম করলেন এবং নিকটে গিয়ে খুবই নম্রভাবে বুঝিয়ে বললেন: বৎস! আমি সিনেমা দেখিনা, তবে আপনি যখন আমাকে দাওয়াত দিয়েছেন তখন আমি ভাবলাম যে, আপনাকেও দাওয়াত দিই, এখনি اِنْ شَآءَ الله গুলযারে হাবীব মসজিদে সুন্নাতে ভরা ইজতিমা হবে, আপনাকে অংশগ্রহণ করার দাওয়াত দিচ্ছি, যদি আপনি এখন আসতে না পারেন তবে অন্য কোন সময় অবশ্যই আসবেন অতঃপর তিনি একটি আতরের বোতল উপহার স্বরূপ দিলেন

    কয়েক বছর পর আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দরবারে একজন ইসলামী ভাই পাগড়ী শরীফ সাজিয়ে উপস্থিত হলো এবং কিছুটা এভাবে আরয করলো: হুযুর! কয়েক বছর পূর্বে একজন যুবক আপনাকে (مَعَاذَ الله) সিনেমা দেখার দাওয়াত দিয়েছিলো আর আপনি ধৈর্য্য নম্রতা প্রদর্শন করে অসন্তুষ্ট হওয়ার পরিবর্তে ইজতিমায় অংশগ্রহণ করার দাওয়াত দেন, সেই যুবক আমি আমি আপনার উত্তম চরিত্রে খুবই প্রভাবিত হলাম এবং একদিন ইজতিমায় এসে গেলাম, অতঃপর আপনার দয়ার দৃষ্টি পড়ে গেলো আর اَلْحَمْدُ لِلّٰه আমি গুনাহ থেকে তাওবা করে মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে গেলাম (তারুফে আমীরে আহলে সুন্নাত, পৃষ্ঠা-৪০)