Book Name:Narmi Kaesay Paida Karen?
(৫) উত্তম সাহচর্য অবলম্বন করুন!
নম্রতা সৃষ্টি করার একটি পদ্ধতি এটাও যে, খারাপ লোকদের সহচর্য থেকে দূরে থাকা এবং নেককার ও পরহেগার লোকের সহচর্য অবলম্বন করা। হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: “যেভাবে লোহা (Iron) নরম হয়ে অস্ত্র, সোনা (Gold) নরম হয়ে অলঙ্কার আর মাটি নরম হয়ে ক্ষেত বা বাগান, আটা নরম হয়ে রুটি ইত্যাদি হয়, সেভাবেই মানুষের মন নরম হয়ে ওলী, সূফী, আরিফ (দয়ালু রবের পরিচয় লাভকারী) ইত্যাদি হয়। অন্তরের নম্রতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত, এই অন্তরের নম্রতা বুযুর্গদের সহচর্য এবং তাঁদের পবিত্র বাণী দ্বারাই নসীব হয়ে থাকে।” (মিরাতুল মানাজিহ, ২/৭)
(৬) এতিম ও অসহায়দের মঙ্গল করুন!
নম্রতা সৃষ্টি করার একটি উপায় হলো যে, এতিম (Orphan) ও অসহায়দের মঙ্গল করুন, কেননা হাদিসে পাকে এর উৎসাহ বিদ্যমান:
হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, এক ব্যক্তি প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হয়ে নিজের অন্তরের কঠোরতার অভিযোগ করলো তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তোমার কি এটা পছন্দ যে, তোমার অন্তর কোমল হয়ে যাক? সে আরয করলো: জি হ্যাঁ। ইরশাদ করলেন: যখন তোমার নিকট কোন এতিম আসে তবে তার মাথায় হাত বুলিয়ে দাও এবং নিজের খাবার থেকে তাকেও আহার করাও, তোমার অন্তর নম্র হয়ে যাবে এবং তোমার চাহিদাও পূরণ হবে। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক, কিতাবুল জা’মেয়ে, ১০/১৩৫, হাদিস -২০১৯৮)