Narmi Kaesay Paida Karen?

Book Name:Narmi Kaesay Paida Karen?

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেক আমল নাম্বার ১৪ এর উৎসাহ

প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক এবং তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আহকাম অনুসারে জীবন-যাপন করতে, নামায, রোযা নফল ইবাদত পালন করতে, নিজেদের মধ্যে নম্রতা আনতে এবং রাগ থেকে মুক্তি পেতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান এবং যেলী হালকার ১২টি দ্বীনি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন শায়খে ত্বরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কর্তৃক প্রদত্ত "৭২টি নেক আমল" পুস্তিকাটি পূরণ (Fill) করুন এর বরকতে নিয়মিত সালাত সুন্নাতের অনুসারী হওয়ার পাশাপাশি অনেক ভালো অভ্যাস গড়ে তোলার মানসিকতা তৈরি হবে যেমন, এই ৭২টি নেক আমলের মধ্যে একটি নেক আমল নম্বর ১৪ হলো: আজ কি আপনি (ঘরে বা বাইরে) কারো উপর রাগ আসার অবস্থায় চুপ থেকে রাগের চিকিৎসা করেছেন নাকি কথা বলে বসেছেন? এটি এমন একটি নেক আমল যে, এটি পালন করার বরকতে আমাদের মধ্যে নম্রতা সৃষ্টি হবে এবং রাগের অভ্যাসও দূর হয়ে যাবে এর ফলে রাগের কারণে করা অনেক ভুল ক্ষতিকর কাজ থেকে আমরা রক্ষা পাব তাই নিজেও "৭২টি নেক আমল" এর উপর আমল করুন এবং অন্যদেরকেও এর প্রতি উৎসাহিত করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা নম্রতা প্রদর্শন করা সম্পর্কে শুনছিলাম। মনে রাখবেন! যদি আমরা আমাদের ঘরে মাদানী পরিবেশ সৃষ্টি করতে চাই তবে আমাদেরকে নিজের মাঝে নম্রতা সৃষ্টি করতে হবে, যদি পিতামাতাকে নেকীর দাওয়াত দিতে হয় তবে নিজের মাঝে নম্রতা সৃষ্টি করতে হবে, যদি বোন ও কন্যাকে