Narmi Kaesay Paida Karen?

Book Name:Narmi Kaesay Paida Karen?

অহংকার করে চলছিল এবং দাম্ভিকতায় পূর্ণ ছিল, তাকে জমিনে ধ্বসিয়ে দেওয়া হলো, সে কিয়ামত পর্যন্ত ধ্বসতেই থাকবে (মুসলিম, কিতাবুল লিবাস ওয়া যিনাতি, পৃষ্ঠা-১১৫৪, হাদিস -২০৭৭) * আল্লাহ পাকের দানক্রমে অদৃশ্যের সংবাদ প্রদানকারী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন চলতেন, তখন কিছুটা ঝুঁকে চলতেন, যেন তিনি কোনো উঁচু স্থান থেকে নিচে নামছেন (শামায়িলে মুহাম্মদীয়া লিত তিরমিযী, পৃষ্ঠা ৮৭, নাম্বার ১১৮) * যদি কোনো বাধা না থাকে, তাহলে রাস্তার কিনারা ধরে মধ্যম গতিতে চলুন; এত দ্রুত নয় যে, লোকেরা আপনার দিকে তাকিয়ে ভাববে আপনি দৌঁড়ে কোথাও যাচ্ছেন, আবার এত ধীরেও নয় যে, আপনাকে দেখে অসুস্থ মনে হবে

ঘোষণা

    হাঁটার অবশিষ্ট সুন্নাত আদবগুলো তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!            صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত  ৬টি দরূদ শরীফ ২টি দোয়া

() বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)